১৩।

বাংলাদেশ
মুহাম্মদ শাফায়াত হুসাইন

বঙ্গপো সাগর তীরে মোর বাংলাদেশ
পর্বত, হাওর, নদী দেশের শ্রেষ্ঠতা
ঐশ্বর্য, শস্য শ্যামল দিয়েছে বিধাতা
স্বাস্থ্য, সমৃদ্ধি, সুরক্ষা রানি হতে বেশ।

ক্ষুধা, রোগ,শত্রু মুক্ত বাস যোগ্য দেশ
লক্ষ শহীদ প্রাণের ফল স্বাধীনতা
হয় শ্রেষ্ঠা রোহিঙ্গা কে দিয়ে আশ্রয়তা
দলাদলি, অন্তর্ঘাত নাহি থাকে লেশ।

দেশের স্বার্থে যোগ্য কে দেয় মন্ত্রী স্থান
প্রজাদের স্বস্থি দেয় স্বয়ম্ভর হয়ে
ধন ধান্যে বৃদ্ধি করে নিরাপত্তা দান।

দুর্যোগেও রবে লাল সবুজ নিশান
যবে দেশ মাতৃকার হবে সুসন্তান।
সবে করো দেশ সেবা প্রাণ শঁপে দিয়ে।সম্পূর্ণ