কবিতামজলুম
কবিআবরার নূহান
বিষয়প্রতিবাদ, রাজনৈতিক
5/5 - (1 vote)

হাজারো অস্থির রাত্রি শেষে
নিরাশ মাজলুম, দেখো আকাশের দিকে,
চিরস্থায়ী আলোর এক ঝলক।

চিরদিন থাকেনা তমসা,
দীর্ঘ রাতের মেলায়,
প্রতিটি আঁধার রাত্রি,
মিহিরে বিলীন হয়।

শান্তিতে,সংকটে সংগ্রামে,
গড়ে তোল সীসাঢালা প্রাচীর
ভাঙতে জালিমের কারাগার,
আনতে ন্যায়ের দিবাকর।

চরম হতাশ আযাযীলের সহিত,
আমাদের অসম যুদ্ধে,
একদিন বিজয় আসবে,
খোদার ফজলে।

বিজয় আলোর ঝলকে,
বাংলাদেশের আকাশ চমকাবে,
ঝলসে যাবে খোদাদ্রোহী নমরুদ,
হাসবে সেদিন মাজলুমের সোনার বাংলাদেশ।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments