কবিতাভালোবাসতে জানতে হয়
কবিআজিজুল হক
বিষয়আশা, জীবনমুখী, প্রেম, মৃত্যু, সমসাময়িক
উৎসর্গমাধবীলতা কে
লিখার স্থানকোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
3/5 - (2 votes)

জীবনে একটা সময়ের পর হারিয়ে যাওয়া মানুষটাকে ফিরে পেতে ইচ্ছে করবে না।
আপনি তখন বুঝে যাবেন
যে মানুষটা হারিয়ে যায়
সে আর কখনোই পূর্বের মানুষ টা হয়ে ফিরে আসে না।
আর ফিরে আসলেও সে মানুষটাকে আগের মত ভালোবাসা যায় না।
বিশ্বাস করা যায় না।
অন্তত আপনি বিশ্বাস করতে চাইলেও
পারবেন না।
বারবার হারাবার ভয়
আপনার জীবন থেকে ভালোবাসা কেই হারিয়ে দেবে আরবার।

একটা সময়ের পর কোন যন্ত্রনার জন্য আপনি আর কাঁদবেন না,
চোখের জল শুকিয়ে যাবে আপনার।
চেষ্টা করলেও কারো জন্য
আপনার কাঁদতে ইচ্ছে করবে না।
অসহ্য যন্ত্রণা গুলো তখন আপনি সয়ে যাবার হৃদয় অর্জন করেছেন।
আপনার তখন বোধোদয় হবে চোখের জল ফেলে ভালোবাসা পাওয়া অনেক টা সহানুভূতির মতো,
আপনি কিন্তু তা চাননি,
ভালোবাসায় মানুষ টাকে আপনি কাছে পেতে চেয়েছেন বারবার,
আর মানুষ টা আপনার দুর্বলতা বুঝতে পেরে
আপনার সুযোগ নিয়েছে অনবরত,
চোখের জল আপনায় শিক্ষা দেবে
ওটা দিয়ে দয়া দাক্ষিন্য পাওয়া গেলেও
মানুষ টা কে পাওয়া যায় না।
বরং আপনি ক্রমশঃ নিঃস্ব হয়েছেন।

জীবনে একটা সময়ের পর আর কারও কাছে বার বার অবহেলিত হতে ইচ্ছে করে না,
অবহেলিত হতে হতে
কখন যেন ভালোবাসা শব্দটাই আপনার অভিধান থেকে হারিয়ে গেছে।
আসলে অবহেলিত হতে হতে ভালোবাসা পেতে ইচ্ছে করে না।
আপনি তখন সব সয়ে নিজেকে বদলে ফেলেছেন,
নিজেকে সম্মান দিতে শিখে যাবেন।
আপনার মনে হবে অবহেলিত
ভালোবাসার চেয়ে একা নিতান্ত একা বাঁচাটাও সম্মানের।

জীবনে একটা সময়ের পর আবারও কাউকে ভালোবাসতে ইচ্ছে করলেও
আপনি ভালোবাসার মানুষটির অভাব বোধে ভুগবেন।
হয়তো যাকে একসময় অবহেলা করেছেন সময়ে অসময়ে,
সেই মানুষটার কথা মনে পড়বে বারবার,
কিন্তু আপনি তাকে পাবেন না।এক চিলতে ভালোবাসা পাবার আখাঙ্কায় আপনি নিজেরই অজান্তে কারো খেলনা হয়ে গেছেন,
সময় বদলায়!!

একটা সময় ভালোবাসার জন্য সঠিক মানুষটাকে আপনি আর খুঁজবেন না মোটেই,
আপনি পেতে চাইবেন একটা ভাঙ্গাচূড়া মনের মানুষকে।
আপনি আপ্রাণ চেষ্টা করবেন মানুষটাকে আপনার মতো করে গড়ে তুলবেন,
আর ভুল টা আপনি আবারও করবেন,
আপনার মতো করে গড়ে তোলা মানুষ টা তার আত্মসম্মান হারিয়ে
আপনাকে কত টা সম্মানিত করবে,
ভেবেছেন?

সত্যিই সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায়।
” আমি তোমাকে ছাড়া বাঁচব না ” মরে যাবে আমি ”
এই পাগলামী গুলো একদিন বন্ধ হয়ে যায়।
আপনি তখন বুঝে যাবেন – জীবনে কেউ কারো জন্য মরে যায় না।
বেঁচে থাকে এবং খুব ভালো ভাবেই বেঁচে থাকে।

একটা সময় যে মানুষ টা কে আপনি নিজের সর্বস্ব বলে ভাবতেন,
দেখবেন স্বার্থ শুদ্ধি করে মানুষ টা যখন আপনার থেকে অনেক দূরে,
তখন আপনি সব শোক ভুলে হয়তো কারো কোলে মাথা রেখেছেন,
নয়তো বদলে ফেলেছেন নিজেকে
সময়ের তালে,
নিজেকে কঠিন করেছেন!

আসলে ভালোবাসতে হয়, অন্তত যে মানুষ টা আপনাকে ভালোবাসে,
তার মত অত টা ভালো না বাসতে পারলেও
অন্তত অবহেলা করতে নেই,
সেই আগুনে কে জানে একদিন
যদি আপনাকেই পুড়তে হয়!
ভাল নাই বাসুন অন্তত আপনাকে
ভালবাসতে পারার জন্য তাকে সম্মান করুন,
কেন না সবাই ভালোবাসতে পারে না,
আর সবার কপালে বারবার ভালোবাসা জোটেও না।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments