কবিতাঘুম থেকে উঠার আগে
কবিশাদমান শাদীদ অনন্ত
বিষয়অন্যান্য
Review This Poem

একবার অলমোস্ট ঘুমন্ত মস্তিষ্ক সাজাক
না হতে পারার দুশ্চিন্তায় হৃদয় দু’হাতে তুলে প্রশ্ন করেছিলো
আপনি কি বা আপনি কে,
সেবার হৃদয় কলুষিত ছিল বিধায় মৌনতা বিষয়টির সমাপ্তি ঘটালো।

তখন মস্তিক কেন সাজাক হচ্ছে না তা জিজ্ঞেস করা হলো শূন্যে তাকিয়ে থাকা শুকনো একজোড়া চোখের দিকে,
কিন্তু চোখতো শূন্যে তাকিয়ে,বিষয়-বস্তু-জানা-আজনার বাইরে সেই ভাবলেশহীন দৃষ্টিতে ম্যাটেরিয়ালিষ্টিক বোধহীনতা।

তাই এবার প্রহরী প্রেরণ করা হলো কান-টেনে আনতে,
বোঝা গেল এসবই সে শুনছে কিন্তু কিছু তার বোধগম্য নয়,
শব্দ-অর্থ আসলে বাতাসের শোঁশোঁ ছাড়া আর কিছুই নয় তার কাছে।
মস্তিষ্ক এবারো বিপাকে, আত্মার সন্ধানে অভয়ারণ্যে কয়েকটা কাঠবিড়ালি আর একটা মস্ত তেলাপোকা দেখলো সে।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments