কবিতাসমাজের রঙ (রঙ বা নান রঙ) – পার্থ বসু
কবিপার্থ বসু
কাব্যগ্রন্থইছামতী
বিষয়অন্যান্য, জীবনমুখী, রাজনৈতিক
লিখার স্থানBangalore
লিখার সময়MARCH 2024
Review This Poem

সমাজের রঙ:-
সমাজের ও ছবি আঁকা যেন কত রঙে,
মুখেতে মুখোশ পরা সং এ আর ঢঙে।
কে যে সদা কেবা কালো বোঝা বড় দায়,
রঙ মেখে সং সেজে লুটেপুটে খায়
রাজনীতির রঙ নিয়ে করে মারামারি,
নীল লাল সবুজ বা গেরুয়া কার জারিজুরি।
দিন শেষে রাত নামে নিয়ে কালো রঙ,
মুখের মুখোশ খোলে, ভোলে যত ঢঙ।
রঙিন বোতল মুখে কেউ সাজে রাজা,
লাল নীল পরী নাচে বাজা ঢোল বাজা।
রঙিন আলোয় ঐ সজ্জিত দেখ কত ইমারত,
সব রঙ ফিকে হয়, যার কাছে আশ্রয় শুধু ফুটপাত।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments