কবিতাফুল
কবিপার্থ বসু
বিষয়বিরহ
লিখার সময়January 2023
Review This Poem

রাতের রজনীগন্ধা তুমি,ভোরের শিউলি,,
দীঘির কমল তুমি,গোলাপের কলি।
চম্পা চামেলি তুমি, তুমি যে বকুল,
চন্দ্রমল্লিকা বা পলাশ ও শিমুল।
বর্ষার কদম তুমি, তুমি পারিজাত,
তুমি যে হাসনাহেনা তাই সুগন্ধিত রাত।
বেল মালতী তুমি,তুমি ঐ কৃষ্ণচূড়া,
কেমনে সাজাবো ঘর তোমাকে যে ছাড়া।
টগর যে তুমি ওগো তুমি ঐ জুই,
অপরের ফুল তুমি,কেমনে যে ছুঁই ।
আজ অচিন বাগিচায় তুমি রয়েছো যে ধরে,,
তাই আমার মনের বাগান গিয়েছে যে মরে,,
শুকিয়ে গিয়েছে ডাল, ঝরে গেছে পাতা,
রয়ে গেছে শুধু আজ কত শত ব্যথা,,
তোমার কারণেই কতো হয়েছি ব্যাকুল,
বুঝিনিতো আমি কভু ‘তুমি অন্যের ফুল ।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments