কবিতাতোমাকে পাওয়ার জন্য
কবিঅর্ঘ্যদীপ চক্রবর্তী
বিষয়আশা, প্রেম
Review This Poem

তোমাকে পাওয়ার জন্য
আমি সমুদ্রের নিচে এক বছর বিনা অক্সিজেনে কাটিয়ে দিতে পারি।

তোমাকে পাওয়ার জন্য
আগ্নেয়গিরির উত্তপ্ত লাভায় স্নান করতে পারি।

তোমাকে পাওয়ার জন্য
নায়াগ্রা জলপ্রপাতের মাথা থেকে নিচে ঝাঁপ দিতে পারি।

তোমাকে পাওয়ার জন্য
গ্রীষ্মকালে সাহারা মরুভূমিতে তপ্ত বালির উপর খালি গায়ে শুয়ে থাকতে পারি।

তোমাকে পাওয়ার জন্য
সাদা মহাদেশে বছরের পর বছর না খেয়ে কাটিয়ে দিতে পারি।

তোমাকে পাওয়ার জন্য
নীল তিমির সাথে খালি হাতে লড়াই করতে পারি।

তোমাকে পাওয়ার জন্য
সূর্যের আলো ফুৎকারে নিভিয়ে দিতে পারি।

তোমাকে পাওয়ার জন্য
মাটি খুঁড়ে-খুঁড়ে পৃথিবীর কেন্দ্রবিন্দুতে পৌঁছে যেতে পারি।

তোমাকে পাওয়ার জন্য
চাঁদের সব কালো দাগ মুছে দিতে পারি।

তোমাকে পাওয়ার জন্য
সৌরজগতের শীতলতম গ্রহে এক সপ্তাহ টানা কাটিয়ে দিতে পারি।

তোমাকে পাওয়ার জন্য
প্রশান্ত মহাসাগরে কাঠের ভেলায় চড়ে ভেসে বেড়াবার কঠিন সাহস দেখাতে পারি।

তোমাকে পাওয়ার জন্য
ক্ষুধার্ত সিংহের সাথে লড়াই করে বেঁচে ফিরে আসতে পারি।

তোমাকে পাওয়ার জন্য
ঈশ্বরকেও আকাশ থেকে পৃথিবীতে নামিয়ে আনতে পারি।

—– অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৫/৪/২০২৪

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments