কবিতাওকে একটু খেতে দাও
কবিঅর্ঘ্যদীপ চক্রবর্তী
4/5 - (1 vote)

ওকে একটু খেতে দাও।
আজ সারাদিন কিছু পড়েনি ওর পেটে।
ও তো মানুষ।

ওর মধ্যেও আছে রক্তমাংস, মানবিকতা বোধ,কিছু পাওয়ার আকাঙ্খা।
ও তো মানুষ।

ও যে পড়ে আছে রাস্তার এক কোনে।
কত ধুলোবালিতে গা আচ্ছন্ন।
গায়ে একটা শতচ্ছিন্ন নোংরা চাদর।
মাথার চুল উষ্কখুষ্ক,
দুনিয়ার ময়লায় পরিপূর্ণ।
দেখো একেবারে ডাস্টবিনের ধারে পড়ে আছে অবহেলায়।
কত মানুষ ফেলে দিয়ে যায় কত নোংরা আবর্জনা ঐ ডাস্টবিনে-
কিছু কিছু পড়েও যায় ওর গায়ে।

ওর ভাগ্যটাই খুব খারাপ।
একবার তো ওর একটা হাত তোমরা মেরে ভেঙে দিলে।
কী দোষ করেছিল ও?
কোনো অফিস বাবুর জামা ধরে টানছিল?
তোমাদের কোনো দোষ নেই।
কারণ তোমরা হলে গায়ে-গতরে আতর মাখা,
ভালো খাবারে পুষ্ট হওয়া মানব সন্তান।

ও কিন্তু মানব সন্তান।
কিন্তু ওর কপালে জুটেছে শুধুই লাঠি, ঝাঁটার বাড়ি।
ওকে একটু খাবার ছুঁড়ে দিলেও কি তোমাদের হাত অপবিত্র হবে?
কিন্তু তোমরা দেবে না।
কারণ তোমাদের মন বর্বর, পশুর থেকেও হিংস্র, হিংসায় পরিপূর্ণ।
কিছুই দেওয়ার জন্য নয়,
শুধুই গ্ৰহনের জন্য ব্যাকুল।

Share
guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Dr. Md.Moazzam Hossain
Dr. Md.Moazzam Hossain
6 months ago

Awful