কবিতাজীবনের রঙ (রঙ)
কবিপার্থ বসু
বিষয়অন্যান্য, জীবনমুখী, রাজনৈতিক, সমসাময়িক
লিখার সময়MARCH 2024
Review This Poem

জীবনের রঙ:-
জীবনের ও রঙ আছে দেখ ঐ মনে,
বদলায় রঙ তার যেন ক্ষণে ক্ষণে ।
মায়ের মমতায় আছে বলো কি গো রঙ?,
নিঃস্বার্থ সে করেছে আমায় কত যে আপন।
পিতা ও যে আমাদের করেছে পালন,
সে মুছে দিয়ে জীবনের কত শত রঙ।
প্রেমিকার রঙে খোঁজা হৃদয়ের সুখ,
কখনও বা কাঁদায় সে ভেঙে দেয় বুক।
নানা রঙে দেখি তাকে সাজে কত সাজে,
রাম ধনু আঁকে যেন হৃদয়ের মাঝে।

নানা রঙে এ জীবনে কত ছবি আঁকে,
রঙিন স্বপ্নগুলো সবে তাই যেন দেখে।
জীবনের পথে পথে কত ছবি আঁকা,
ধূসর এ পথ খানি শুধু আঁকাবাঁকা।
অবশেষে একদিন জীবনের ও রাত্রি ঘনায়,
মুছে দিয়ে নানা রঙ চলে যায় সে অজানায় ।।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments