কবিতাবিষয়কাব্যগ্রন্থ
বাংলাদেশঅন্যান্য আশা
Added by: মুহাম্মদ শাফায়াত হুসাইন
কীর্তিমান (সনেট)জীবনমুখী প্রকৃতি
Added by: মুহাম্মদ শাফায়াত হুসাইন
অনুরাগীজীবনমুখী প্রকৃতি
Added by: মুহাম্মদ শাফায়াত হুসাইন
শূন্যজীবনমুখী প্রেম
Added by: মুহাম্মদ শাফায়াত হুসাইন
বোধশক্তিআশা জীবনমুখী
Added by: মুহাম্মদ শাফায়াত হুসাইন
কাব্যের পরশমণি (সনেট)জীবনমুখী
Added by: মুহাম্মদ শাফায়াত হুসাইন
রুবাইয়াত ই শাফায়াতআশা জীবনমুখী
Added by: মুহাম্মদ শাফায়াত হুসাইন
জীবন তরীঅন্যান্য আশা
Added by: মুহাম্মদ শাফায়াত হুসাইন
অপারের কাণ্ডারীঅন্যান্য আশা
Added by: মুহাম্মদ শাফায়াত হুসাইন
বৃষ্টিঅন্যান্য আশা
Added by: মুহাম্মদ শাফায়াত হুসাইন
মৃত্যু মহাসত্যঅন্যান্য আশা
Added by: মুহাম্মদ শাফায়াত হুসাইন

১৩।

বাংলাদেশ
মুহাম্মদ শাফায়াত হুসাইন

বঙ্গপো সাগর তীরে মোর বাংলাদেশ
পর্বত, হাওর, নদী দেশের শ্রেষ্ঠতা
ঐশ্বর্য, শস্য শ্যামল দিয়েছে বিধাতা
স্বাস্থ্য, সমৃদ্ধি, সুরক্ষা রানি হতে বেশ।

ক্ষুধা, রোগ,শত্রু মুক্ত বাস যোগ্য দেশ
লক্ষ শহীদ প্রাণের ফল স্বাধীনতা
হয় শ্রেষ্ঠা রোহিঙ্গা কে দিয়ে আশ্রয়তা
দলাদলি, অন্তর্ঘাত নাহি থাকে লেশ।

দেশের স্বার্থে যোগ্য কে দেয় মন্ত্রী স্থান
প্রজাদের স্বস্থি দেয় স্বয়ম্ভর হয়ে
ধন ধান্যে বৃদ্ধি করে নিরাপত্তা দান।

দুর্যোগেও রবে লাল সবুজ নিশান
যবে দেশ মাতৃকার হবে সুসন্তান।
সবে করো দেশ সেবা প্রাণ শঁপে দিয়ে।সম্পূর্ণ

কীর্তিমান
মুহাম্মদ শাফায়াত হুসাইন

নশ্বর জগতে সবি অলিক ভেব না
ভবে শ্রেষ্ঠ কীর্তি করে অমরত্ব দান
বৃথা জন্ম,যদি নাহি হও কীর্তিমান
তোমার হতে অবনী করে যে বাসনা।

সবে করো কীর্তি দান,যশের কামনা
জীবের তরে সু কার্যে, শত্রু দেবে মান
সেবা করো সৃষ্টি কর্মে শঁপে দিয়ে জান
দৈন্যে দানে খ্যাতি আশা, সর্বদা করো না।

যশহীন মৃত্যু তুল্য,কীর্তিমান ধন্য
ধরা ধামে ও স্বর্গে সে লভে শান্তি পূণ্য
অন্যথায় পাবে শাস্তি কুকর্মের জন্য ।

হেলায় কার্য নষ্ট না করে কিনো পণ্য
সৃষ্টির সেবায় কর্ম দিয়ে হও মান্য
তবেই যশস্বী হবে,ধরা মাঝে গণ্য। সম্পূর্ণ

অনুরাগী
মুহাম্মদ শাফায়াত হুসাইন

সৃষ্টি হয়ে অন্য সৃষ্টি কে বাসিবে ভালো
সৃষ্টির সেবায় পাবে পরিত্রাণ জানি
তৃষ্ণার্থ সমাজে দাও প্রেম,প্রীতি,পানি
প্রেমহীন মর্তে ভক্তি,স্নেহ দীপ জ্বালো।

প্রেমিকের রক্তে থাকে প্রণয়ের আলো
প্রেমি প্রেম গুপ্ত রেখে নাহি হয় মানি
দেহ মন দিয়ে করে সেবা নয় হানি
চক্ষু জলে ব্যক্ত প্রেম দূর হয় কালো।

প্রীতি ছাড়া স্বার্থপর, নহে অনুরাগী
প্রণয়ী শঁপে জীবন পরের সেবায়
মরেও মরে না প্রেমি হয় কীর্তিমান।

প্রেম প্রীতির জীবন গড়তে বিবাগী
মর্তে মানব অসুখী হতে এটা দায়
স্বর্গে ফল পেতে করো প্রেম ভিক্ষা দান।

সম্পূর্ণ

শূন্য
মুহাম্মদ শাফায়াত হুসাইন

প্রেমানলে পুড়ে ভস্ম আমি দগ্ধে শূন্য,
মন যে খণ্ড বিখণ্ড ফোঁড়ায় বিদীর্ণ
পায় সর্বহারা দণ্ড দেহ জরাজীর্ণ
ঐ মনের মানুষ কে পাওয়ার জন্য।

হৃদয় চুর্ণ বিচূর্ণ দিদার এ দৈন্য
প্রেমহীন রিক্ত মনে প্রাপ্ত আশা ক্ষীণ
আশাবাদি চেয়ে রয় দিয়ে প্রেম শীর্ণ
হেরিলে জুড়ায় হৃদ হবে মন ধন্য।

শূন্যের যে নাহি রয় বিয়োগের ভয়
ভাগে ক্ষুদ্র হওয়ার নাহি থাকে ডর
গুণ দিয়ে বৃদ্ধি নয়, শূন্যই যে হয়।

গুরু কৃপা দিলে হবে যোগ দয়াময়
নবী দর্পনে দর্শন প্রভু নিরালয়
তবে স্বস্তিময় ধরা মোর মাটি গোর।

১৪-০৫-২৩সম্পূর্ণ

ধরণীতে জন্ম নিয়ে এ মানব কুলে
অকর্মণ্য হলো কেন তোর বোধ শক্তি?
জ্ঞানী হতে সত্য খোঁজ দিয়ে শ্রেষ্ঠ ভক্তি
শুদ্ধ কথার বশেই সত্য আনো তুলে।

জ্ঞান বিপদে প্রহরী,ঢাল,বর্ম তুল্য
প্রজ্ঞা অসি হয়ে করে শত্রুকে বিনাশ
অন্যের ভয়ে যেন না হয় বুদ্ধিনাশ
সর্ব দশায় জানাও সু জ্ঞানের মূল্য।

বোধ শক্তি দূর করে মনের বিভ্রান্তি,
মন্দ হতে ভালোত্বে ও আনে প্রশান্তি।

উত্তম জীবন গড় করে জ্ঞানার্জন
সত্য অন্বেষণ করো জ্ঞানচক্ষু খুলে
অন্যের কথা গুরুত্ব দাও সর্বজন
মানব জীবন ধন্য হবে প্রজ্ঞা মূলে।

সম্পূর্ণ

সাহিত্য অমৃত সুধা পান করো মন
দূর হয়ে ভব ক্ষুধা হবে তুমি দীপ্ত
কাব্য যে পরশমণি স্পর্শে থেকো লিপ্ত
সাহিত্যে কাব্য জোহুরি রত্নে ভরা বন।

সদায় অর্জন করো গুপ্ত তত্ত্ব ধন
লৌহের মত স্বর্ণত্ব মণি করো রপ্ত
লাগামহীন ঘোড়া যে কাব্য ছাড়া ক্ষিপ্ত
বৃথা মানব জীবন কাব্য ছাড়া হোন।

ভবিষ্যৎ প্রজন্ম তরে ধরা বিনির্মাণে
‘পরশ পাথর কাব্য’ জানে বিজ্ঞ জনে
মনুষ্যত্ব অর্জনে প্রেম করো কাব্য সনে
কাব্য চর্চা একনিষ্ঠে সঁপো প্রাণপণে।

কাব্য চর্চায় একাগ্র ভক্তির বাঁধন
জৈবিক আত্মিক হয় উৎকর্ষ সাধন।
সম্পূর্ণ


মোর আকুল প্রাণ ব্যাকুল যে হয় পূত কদম চুমিতে,
তোমায় দেখে নিদান কালে মোর গোরে চাই ঘুমিতে।
তুমি কেবল নিত্য সম্বল ঘোর সংকটে পার হতে,
তুমি বিনে জীবন তরী সমুদ্রে চাই ডু্বিতে।সম্পূর্ণ

পরম স্রষ্টার দান প্রাণী তরে সৃষ্টি
যা দিয়ে হয় জীবের খাদ্য,পুষ্টি তৈরি।
নিজেও পানের যোগ্য সুপেয় এ বৃষ্টি
মোদের পীড়িত করে নিজে হয় বৈরীসম্পূর্ণ