কবিতাপালা, আনিস পালা
কবিআজিজুল হক
বিষয়জীবনমুখী, প্রতিবাদ, বাংলাদেশ, ভারতবর্ষ, রাজনৈতিক, স্বাধীনতা
উৎসর্গদেশ প্রেমিকদের
লিখার স্থানকোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Review This Poem

****পালা, আনিস পালা!****

ভুল বুঝিস না বন্ধু আমার,
বেলা যে হয়ে উঠছে ভয়ঙ্কর, আনিস,
চারিদিকে রক্তের রং গুলো বদলে যাচ্ছে দ্রুত,
মানুষ গুলো মুখ লুকোচ্ছে তোকে এড়িয়ে,
এবার যে বাঁচার পালা,
বন্ধু, তুই এবার অন্য কোথাও পালা!
হোক না তোর চোদ্দো পুরুষের ভিটে,
ধরে নে সাত জনমে কোন স্থানেই ছিল না তোর কোন আদি পুরুষের ভিটে মাটির চালা,
তবুও যে তুই আনিস বলেই নিজের দেশেই এখন যে তোর ভিনদেশী হবার পালা,
অথচ ভিনদেশীদের এবার দেশী হবার পালা,
পালা, আনিস এবার তুই পালা।
রাগ করিস না বন্ধু আমার,
মনেও রাখিস না চিরপরিচিতদের অপরিচিত হিংস্র মুখে হয়ে উঠার মোক্ষম পালা,
কেমন করে অচেনা হয়ে উঠছে স্বপন, পবন আর একসাথে কত জনম বাস করা আশিস কাকুদের পাড়া!
আব্বু – আম্মুর কবর যে মাটিতে তোর,
যে মাটিতে তোর চৌদ্দ পুরুষের কপাল ঠুকে সেজদা দেবার ছিল প্রতিদিন পাঁচ পাঁচ বারের পালা,
সময় হয়েছে আজ, তৈরী হয়ে নে কোলের ছেলে, মেয়ে টা কে নিয়ে
সব স্মৃতি ছেড়ে যাবার পালা!
ঘরের গরু টা ছেড়ে দে, হাঁস, মুরগি গুলো কে উড়িয়ে দে,
ওরাও যাক স্বদেশ ছেড়ে উদ্বাস্তু হতে ভিন দেশী কোন পাড়া,
ভিটে মাটি, ভাবিস না ওসব কিছু,
আগে প্রাণ টা কে বাঁচা,
প্রাণ বাঁচলে বাঁচবে মান,
মান নিয়েই আবার না হয় জন্ম দিবি আর একটা উলগুলান।
জানি, কত কিছু ভাবছিস আজ তুই,
সেই বন্ধু রা, সেই তোর্সা, তিস্তা, রায়ডাক, কালজনী – এক পলকেই পর হল,
চিনছে না ছোট বেলার সাথীরা আজ,
এক অর্ডারই বদলে গেল গত কালের মিষ্টি সকাল, বদলে যাচ্ছে সকাল, দুপুর, সন্ধে বেলা,
পালা, আনিস পালা।

জানি, সব কিছু তোর অবিশ্বাস হচ্ছে মনে আজ,
সেই কবে কারা করেছে দেশ ভাগ,
তাদের হয়ে খেসারত দেবার যে আজ তোর পালা,
আনিস, দুঃখ নিয়েও বলছি বন্ধু, এবার তুই প্রাণ টা নিয়ে পালা!
ভাবছিস কি? আসবে বুঝি বন্ধুরা সব আগের মত ছুটে!
হয় না আর এসব স্বপ্ন পূরণ বন্ধু আমার,
দেশ টা কে যে এবার ভোগে দেবার পালা,
পালা আনিস, পালা।
দূর্গা পুজোয়, স্বরস্বতী পুজোয় চাঁদা তুলে ঘুরতি যে তুই মোদের সাথে,
ভাবিসনি অন্য রকম,
আপন ভেবেই দিতিস কত অঞ্জলি আর ফুল মালা,
এসব আজ গল্প কথা,
সত্য জানে সবাই,
সাত পুরুষে এদেশেই যে সব কিছু তোর,
বুঝলো না দেশের সেপাই।
দেশ স্বাধীনে রক্ত দিল যারা,
তারাই বা পেল কোথায় ঠাঁই,
এখন শুধু মিথ্যেচারীতার প্রতিষ্ঠিত হবার পালা!
পালা, আনিস এবার শেষ বার চুমে মাটি,
ঘর ছেড়ে তুই পালা।
ছুঁড়ে ফেল তিলে তিলে গড়ে উঠা
যত ভালোবাসার বন্ধন আর যত সব বন্ধু স্বজন,
ভালবাসা প্রাণঢালা।
সব ছেড়ে নে গুটিয়ে,
নইলে ধর্ম টা দে বিকিয়ে,
বাঁচতে পারিস শেষ চেষ্টা টার এটাই আসল খেলা,
পালা, আনিস, লাল হচ্ছে ক্রমশঃ
ভারত মায়ের গোবর লেপা উঠোন জুড়ে,
যত আনিসের রক্ত চোষার পালা!
পালা, আনিস, এবার না হয় পালা।
রতন কাকু কাঁদছে তবুও,
কোথায় যাবি আনিস?
ফেলে জন্ম জন্মান্তরের আপন ভিটে মাটির চালা?
তার চেয়ে প্রাণ টা কে দে বিসর্জন
ঘাতকের হাতে,
বুঝিয়ে দে আনিস এবার ভন্ডদের নস তুই চ্যালা!
তবুও যদি পারিস বন্ধু আনিস,
বুঁকের তাজা রক্ত দিয়ে ভিজেয়ে মাটি,
কবরে নিস ঠাঁই ভালোবাসার এই মাটি ছুঁয়ে থাকার পালা,
পালা, আনিস, এই মাটি আঁকড়ে ধরে তোর যে আবার বেঁচে থাকার পালা।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments