কবিতাহামাস
কবিআবরার নূহান
বিষয়আশা, প্রতিবাদ, যুদ্ধ, রাজনৈতিক, সমসাময়িক, স্বাধীনতা
উৎসর্গফিলিস্তিন
5/5 - (1 vote)

শত শত আবরাহা নমরুদ
তবু আসেনা আবাবিল পাখি
আসেনা মস্তিষ্ক বিদীর্ণ করা মশারদল

প্রতিটি জমিন রক্তলাল
ভিটেমাটি ধূলিস্যাৎ শত্রুর অগ্নিগোলকে
শহীদে শহীদে জনপদ শেষ
তবু আসেনা রহমতের বারিধারা

তবু দেখো হতাশ হয়না মুমিন
আবাবিল হয়ে উড়ে যায় হামাস
তচনচ করে দাম্ভিক শত্রুর মনোবল
বিজয় না আসুক তবু হয়না হীনবল

তাঁরা জানে,
আকাশের ওপারেও আকাশ রয়েছে
দুনিয়ার খোদা দাবী করা জায়োনদের শক্তি
তাঁদের রবের কাছে ধুলো আর ছাই

মোজেজার পথ বন্ধ
রবের সাহায্য নয় কভু
যদি মুমিন হও, হবেই হবে বিজয়

শত শত নমরুদ আবরাহা
আবাবিল হয়ে যায় হামাস
উড়ে উড়ে গায় গান
আল্লাহু আকবর, আল্লাহু আকবর
লাব্বাইক, লাব্বাইক ইয়া আল আকসা।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments