কবিতাসত্যানুসন্ধান
কবিসেখ কামারুল ইসলাম
বিষয়জীবনমুখী, সমসাময়িক
লিখার সময়০৬-০৪-২৪
5/5 - (1 vote)

সত্যানুসন্ধান(০৬-০৪-২৪)
সেখ কামারুল ইসলাম
আমি দামি গাড়ির পাশে মত্ত মানুষের ঢল দেখেছি।
আমি কুঁড়ের পাশে রাস্তার আলোতে ধ্যানস্থ বালিকা দেখেছি।
আমি প্রজ্জ্বোল অট্টালিকায় কদর্য সংঘর্ষ দেখেছি।
আমি ভাঙা ঘরের উপরে শান্ত দরিদ্রের মনোরম ছায়া দেখেছি।
আমি বৈভবে ডুবে যেতে যেতে তলিয়ে যাওয়া দেখেছি।
আমি কঠিন মাটিতে পড়ে আবারও উঠতে দেখেছি‌।

আমি পলক ফেলে চোখ খুলে রেখে বিচার চেয়েছি
আমি মুক্ত মনে বিবেকের দ্বার খুলে
সত্যানুসন্ধান চেয়েছি।

Share
guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
সেখ মইদুল আলি
সেখ মইদুল আলি
12 days ago

অসাধারণ, আমরা ঘুরে দাঁড়ানোর প্রেরণা পাই। ধন্যবাদ প্রিয় কবিকে।