কবিতাফ্যাসিবাদের কাঙ্খিত অনুপ্রবেশ 
কবিঅলিউল্লাহ্ হোসেন অনিক
বিষয়প্রতিবাদ, বাংলাদেশ, রাজনৈতিক
সম্পৃক্ততাফ্যাসিবাদের ১৫ বছর
লিখার স্থানময়মনসিংহ
Review This Poem

তখন কেবল শরৎ এসে পৌঁছালো দরজায়, 

ক্ষমতাশীলরা ঢিল দিয়ে পানিতে ফেলছে 

সম্ভাবনাময় নাগরিক জীবন। 

মায়ের পেট থেকে সদ্য পড়া নব্য জিহাদিও

চোখ বুলিয়ে দেখে নিচ্ছে মধ্যবিত্ত বাঙালির জীবন। 

মানুষগুলো ভালো নেই 

উপুড় হয়ে মাটির সাথে কথা বলতে হয় দিনে কয়েকবার। 

জাতীয়তাবাদ চর্চা করবে কখন? 

আধুনিকতা তাদের হাতে ধরিয়ে দিয়েছে গাধার একটি কিডনি ও গাধার যৌনতা। 

পৃথিবীটা এমনই 

হাত বাড়ালেই স্পর্শ করা যায় ভূতের শরীর। 

কত মানুষ ভেবে বসে ইহাই আমাদের আলাদীন।

রক্তের ঠোঁট নিয়ে কীভাবে অস্বীকার করছে  

অন্যদের রক্ত দিয়ে পাওয়া আাজাদী।

আয়নায় মুখ দেখার প্রক্রিয়া পরিবর্তন হয়েছে, 

পরিবর্তন হয়েছে কৃষকের লুঙ্গি পড়ার পদ্ধতিও।

এখানে মিরাকল বলতে কেবল নীরবতা। 

তাই আমি লাল মরিচের গুড়ো মুঠ মেরে বসে আছি

আবার শরৎ এসে পৌঁছালে 

নিক্ষেপ করবো তার চোখেমুখে।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments