কবিতাপ্রেমিকরাই বিপ্লবী হয়
কবিআজিজুল হক
বিষয়আশা, জীবনমুখী, প্রতিবাদ, প্রেম, বিরহ, ভারতবর্ষ, রাজনৈতিক, সমসাময়িক
উৎসর্গমাধবীলতা কে
লিখার স্থানকোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Review This Poem

ভালোবেসে দেখ,
হৃদয় টা সিংহের মত বীর বিক্রমের শৌর্য অর্জন করবে,
মশা – মাছির মত হৃদয় নিয়ে কিংবা কোন চৌর্য বৃত্তির কম্ম নয়
ভালোবাসা।
ভালোবাসা ঈশ্বর, ভালোবাসা দুশমন্ত কিংবা শকুন্তলার নিরলস
উপাসনার দীর্ঘ প্রতীক্ষা!
তুমি যখন কারো প্রেমে পর,
তখন তার সর্বস্ব জুড়ে নিজেকে খুঁজে পাও,
কিংবা নিজের সমস্ত অস্তিত্ব জুড়ে
শুধু তারই উপস্থিতি অনুভব কর।
তার সমস্ত অনুভূতি ব্যাপী নিজের অস্তিত্ব খুঁজে ঈশ্বর কে কাছে পেতে চাও।

তুমি হয়তো হাসছো,
ভাবছো, এ আবার কেমন প্রেম?
প্রেম এমনই হয়, নিজেকে পরাজিত করে ঈশ্বরের কাছে নিজের অস্তিত্বের স্বাক্ষর রেখে যাবার নামই ভালোবাসা।
যারা হিংসুটে, অন্যের ভালোয় জ্বলে,
তারা আর যাই হোক,
প্রেমিক হতে পারে না,
প্রেমিক হতে গেলে বিপ্লবী হতে হয়।

ভালোবাসা ঈশ্বর।
সে কখনো কৈফিয়ৎ দিতে বাধ্য নয়।
তার চরণে তুমি যদি নিজেকে উৎসর্গ করো,
তবেই ঈশ্বরের সান্নিধ্যে তোমার
অভিষেক ঘটবে।
সুভাষ, ক্ষুদিরাম, মাতঙ্গিনী, ভগৎ সিং – এরকম অজস্র বিপ্লবীরা প্রেমিক ছিলেন,
নিঃশর্তে ভালোবেসে
ভারত মায়ের চরণে উৎসর্গ করেছেন নিজেদের।
তাই প্রেমিক হতে গেলে বিপ্লবী হতে হয়,
সিংহের মতো নির্ভীক হৃদয়ের অধিশ্বর হতে হয়।

তবে চারিদিকে ইসতেহারের জঙ্গলে ছাইপাশ ছাগল, গরুর খোয়ারের মতো মিছিল কিংবা সভা সমাবেশের মাঝে চিৎকার করে রাম রহিম কে ভাগ করার নাম প্রেম নয়,
ওতে আর যাই হোক,
রক্তের রং কিন্তু আলাদা হয় না।
শুধু নির্বোধ ভাষাহীন মিথ্যে প্রেমের করিকাঠে পাঠা বলি সাঙ্গ হয়।
বছর বছর প্রেম বিলির নামে ভ্যালেনটাইন ডে তে প্রেমিকার হাতে হাত রেখে জাগ্রত কামরসে ছত্রিশ ইঞ্চির গল্প বলা কখনও ভালোবাসা হতে পারে না,
ওতে ঈশ্বরের বৈভবের অস্তিত্ব থাকে না মোটেই।

মিথ্যে প্রেমের ইস্তেহার গুলো তাই
কিছু দিন লোক ঠকাতে সফল হলেও,
সব শাহজাহান তাজমহল গড়তে পারে না,
তাই কারো কারো ঠাঁই হয়
কারাগারের বন্ধ কুঠিরে,
মিথ্যে প্রেম জেলের ঘানি টানে তাই প্রায়ই !

সত্যি যদি বিপ্লবী হতে চাও,
নিজেকে নিঃশেষ করতে শিখতে হয়,
অনেকেই ভালোবাসার নামে দল বদলায়,
প্রয়োজনে বিছানা টাও,
তারপর পূর্ব প্রেমিক বা প্রেমিকাকে
টেনে নামায় বাজারে,
আর যাই হোক, এরা বিপ্লবী নয়, প্রেমিক হতে পারে না তারা।
আসলে এক মিথ্যে থেকে আর এক মিথ্যে তাঁদের অবনমন ঘটে।
যেমন টা এখন রাজনৈতিক বেশ্যাদের জীবনে সত্যিকারের তৈলচিত্র।
আসলে জীবনে অংক কষে ঈশ্বর প্রেম হয় না,
ওটা পেতে গেলে ভোট কেনা -বেঁচার বাজারে দুর্ভেন্দুরাই কাফি,
তার জন্য ঈশ্বর প্রেমের ছলনায় রাম – রহিমের ফাটল ধরিয়ে খানিক সফল হলেও ওতে বীরত্ব থাকে না,
প্রেমিক হতে গেলে বিপ্লবী হতে হয়,
নিকোষ অন্ধকারে যে প্রেমের জন্ম দেয়ার পথ তুমি আজ খোঁজ বন্ধু,
সে প্রেম তোমার দেহের জ্বালা মেটালোও,
সে প্রেম ঈশ্বর কে পথে টেনে নামাতে পারে না,
সেটা পারে শুধু বিপ্লবীরাই।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments