কবিতাবিষয়কাব্যগ্রন্থ
সঞ্চিতাজীবনমুখী প্রকৃতি
Added by: মোহন দাস
চৈতন্যআশা
Added by: মোহন দাস
ব্যাধিরূপক
Added by: মোহন দাস
জলতরঙ্গপ্রেম
Added by: মোহন দাস
ক্রিসমাসবিরহ
Added by: মোহন দাস
অভিমানী ঝড়বিরহ
Added by: মোহন দাস
অগ্নিবাণবিরহ
Added by: মোহন দাস
শূন্যতামৃত্যু
Added by: মোহন দাস
শ্মশানবিরহ
Added by: মোহন দাস
পরিণামজীবনমুখী
Added by: মোহন দাস
নৈরাশ্যবিরহ
Added by: মোহন দাস
প্রস্তাবনারূপক
Added by: মোহন দাস
আলোমৃত্যু
Added by: মোহন দাস

সঞ্চিতা, তোমার বুকে আজ নিম ফলের ঘ্রাণ
চৈত্রের আগুন
এক আকাশ বিষণ্ণতা,
তুমি সুদূর প্রান্তের পাতা ঝরা বৃক্ষ আজ
সঞ্চিতা, তুমি প্রকান্ড নিমগাছ ।সম্পূর্ণ

হে ঈশ্বর, এবার কিছু ম্যাজিক হোক
ধূপকাঠির মতন পুড়ে নিঃশেষ হয়ে যাক আমাদের সব পাপ
আমরা ভালবাসা শিখে নিই অন্ধের কাছে

প্রেমিক প্রেমিকাকে খুঁজে পাকসম্পূর্ণ

সমুদ্রের কিনারে বসে আমি দেখছি
বিকেল ফুরিয়ে যাচ্ছে একটু একটু করে

জলের উপর দিয়ে ঘননীল একটা শাড়ি পরে দু-হাত বাড়িয়ে
যেন তুমি
ছুটে আসছো আমার দিকে

ঢেউ ।সম্পূর্ণ

হে গড, হিম সন্ধ্যেবেলা প্রত্যেকটা ক্রিসমাস আমি যেন এভাবেই
আমার প্রেম মুঠো করে ধরে রেখে
তোমার সম্মুখে সামান্য উষ্ণতা আর কিঞ্চিৎ আলো
জ্বেলে রেখে যেতে পারি ।সম্পূর্ণ

নিঝুম রাত্রি, কেউ কোথাও আর জেগে নেই
রাস্তার একটা কুকুর ডাকতে ডাকতে
ঘুমিয়ে পড়েছে এই একটু আগে,
গুটি কয়েক ঝিঁঝি পোকা ডেকে চলেছে এক নাগাড়ে,
দুটি জোনাকি ঘরের এদিক থেকে ওদিক ছুটে চলেছে শুধু

হে অভিমানী ঝড়, তুমি কার ঘরে শুয়ে আছ এখন
আমাকে তোলপাড় করে ।সম্পূর্ণ

আমার অপেক্ষার উপর প্রতিদিন তোমার
ক্লান্তিহীন মুখ
ঝরে পড়ে
ভোর বেলাকার কৃষ্ণচূড়া হয়ে

হে কৃষ্ণচূড়া, তোমার মুখের দিকে চেয়ে আজও
আমার সূর্য জেগে ওঠে
নক্ষত্র খসে পড়ে
ঝিরিঝিরি বাতাস খেলা করে যায়সম্পূর্ণ

একটি তারা খসে গেল ঝুপ করে
অথচ তার আলো পাব আমরা এখনও সহস্র বছর

এখনও সহস্র রাত্রি জাগব তার সাথে
এখনও সহস্র দিন, সহস্র ভোর তাকে ডাকব কাছেসম্পূর্ণ