কবিতামালিক এবং শ্রমিক
কবিসুব্রত মিত্র
উৎসর্গশ্রমজীবী মানুষের কথা
সম্পৃক্ততাশ্রমজীবী মানুষের দৈনন্দিন চিত্র
লিখার স্থানকলকাতা, ঢাকুরিয়া, যোধপুর পার্ক
লিখার সময়১১ই ফেব্রুয়ারী
5/5 - (1 vote)

মালিক এবং শ্রমিক
                       সুব্রত মিত্র

           যাচ্ছ কেন তুমি রেগে তা আমি জানি
কাজ করে চাইলে পয়সা ভাবছো আমি করছি বেইমানি
      এইতো হলো চরিত্র তোমার, হে; মালিক পক্ষ
            বুঝি সব চালাকি;করছি তোমায় লক্ষ্য
চাকর দেখলে ফকির সাজো বউকে দেখলেই রাজা
    তোমার পাল্লায় পড়ে আমার ভাগ্য হলো ভাজা।

          লাগলে আমায় কভু তোমার কভু কাজে
          হঠাৎ করেই আমার বন্ধু হও মাঝে মাঝে                           সুবিধাবাদী জীবন তোমার;
                  ছলচাতুরি করো সকাল সাঁজে
     হলে আমি তোমার মত মরতাম ভয়ে ও লাজে।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments