কবিতানিঃস্ব মাতা
কবিসুব্রত মিত্র
কাব্যগ্রন্থঅগণিত সৈনিকের স্মৃতির উদ্যেশ্যে
উৎসর্গ১৪ ই ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার স্মরণে
সম্পৃক্ততাঅগণিত সৈনিকদের আত্ম বলিদানের স্মরণে
লিখার স্থানকোলকাতা; গড়িয়া;নতুন দিয়াড়া
লিখার সময়১৫ই ফেব্রুয়ারি ২২০২২
5/5 - (1 vote)

নিঃস্ব মাতা
সুব্রত মিত্র

তোমার খেয়ে তোমার পরে হলাম মাগো কত্ত বড়
মরতেইতো শেখালে মা মারতে কভু শেখালে নাগো,
যমের মাঝে কর্ম মাগো ধর্ম যে মোর শিকড় ঐ
গর্ভে তোমার জন্ম লয়ে তোমার পূজা করলাম কই।

মাগো ভুবন মাঝে বিশ্বভরে শুনেছিলাম তোমার গান
দেশ সাধনায় ত্যাগের কথায় দিতে হলো শেষে প্রাণ
মাগো আমি আসবো, আসবো মাগো।
গেয়ে যাব আবার আমার তেরঙ্গা পতাকায়
লেখা যত শহীদ ভাইয়ের অসমাপ্ত যত গান ।

তুমি কেঁদোনা মা , তুমি হাসো । আগামীর দিশায়
আমার যত ভাইবোন ওঁদের ভালোবাসো ।
হে ভারতমাতা , আমায় যদি কখনো পরে মণে
পাবে আমায়, আমি রব ঐ ভোরের উজ্জল গগনে।

নব প্রজন্ম রচিবে কোন গল্প, রেখ তাতে ঢৃড় সংকল্প
সাহসের তলে ভারতের জলে রুখবো ষড়যন্ত্র ।

॥ সুব্রত মিত্র ॥

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments