কবিতাবেহালের হাল
কবিসুব্রত মিত্র
উৎসর্গমরে যাওয়া মানুষের কাছে মিছে আর্তনাদ
সম্পৃক্ততাব্যর্থ আর্তনাদে তবু বেঁচে থাকা
লিখার স্থানগড়িয়া;নতুন দিয়াড়া;কোলকাতা-৭০০১৫০।
লিখার সময়১০ই ফেব্রুয়ারি ২০২২
5/5 - (1 vote)

বেহালের হাল
                      সুব্রত মিত্র

এই চিন্তাময় বেখেয়ালী মন নিজেকে ভোলায় সারাক্ষণ
ভাবনারা নিরুদ্দেশ কল্পনার পাথরে ঘুমিয়ে পড়ে
আমি সাধনার মগ্ন বাতাসে ছুটে চলি পুরনো ঠিকানায়
বিপত্তির সিঁড়িতে ভেসে বেড়ায় তৈলাক্ত আবরণ
তবু তারা ক্রমে ক্রমে বিপদকে করে আমন্ত্রণ।
            সাহসের সন্নিকট উদীয়মান উদঘট
               মনোবল জীবনের শুভ বাতাবরণ।

             নিরুদ্দেশে যাবে না যে কোনদিনই সে
  কোনদিনই হালের বদলে বেহাল এসে ধরবেনা হাল
জীবনের সন্ধিক্ষণে এসে ধরা দেয় থেমে যাওয়ার শৈলী
দরিয়ার ভাঙ্গা বুকে ছিল কিছু চেতনার অবক্ষয়
অগত্যা তাবেদারের গীতিকার হয়েছিল কোন মধুকর
চেতনার জল ঢালা মাদুরে বসে তারা যেন ব্যর্থ অবতার
অশেষ মায়ার লক্ষ্যহীন ব্যবধান করেনি কোন কিছুর সমাধান
        আতঙ্কের বাণী তারা ছড়ায়েছে যেথা হেথা
              সময়ের পরাক্রান্ত আজ পরিশ্রান্ত,
   ভেসে থাকা সময়ের চিরজীব আজ বড় ক্লান্ত।

আমি দয়াহীন নয় তবু দয়াহীন করে তোলে মোরে সময়
প্রতি পদে পদে আছে দাঁড়ায়ে ব্যথার পাহাড়
আমি হাটিবার তরে পা ফেলি বারে বারে তবু খাই হোঁচট বারবার
         ব্যথাদের কৌশল ভেঙেছিল মনোবল
তবু বেহালের হাল ধরে রাখে এই দুর্বল বাহুবল।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments