কবিতাশূন্য পথে
কবিসুব্রত মিত্র
উৎসর্গজীবনের সাথে ব্যক্ত করে চলা কিছু কথা
সম্পৃক্ততাএকাকীত্ব জীবন
লিখার স্থানগড়িয়া;নতুন দিয়াড়া;কোলকাতা-৭০০১৫০।
লিখার সময়২২শে জানুয়ারি২০২২
4/5 - (2 votes)

শূন্যপথে
সুব্রত মিত্র

পথ চলি একা একা
কোথাও দেখি সুন্দর আলোকিত উজ্জ্বল মরীচিকা;
মাঝে মাঝে দেখি খানাখন্দ; দুর্গম প্রস্তর
মাঝে মাঝে দেখি তৈলাক্ত মসৃণ সড়ক
মাঝে মাঝে দেখি অপমানের সুন্দর মোড়ক।

আমি বিনোদন বিমুখ অসুখ
আমি যেন সত্যের দর্শক
এখন এই নতুন পৃথিবীর গায়ে নতুন আকাশ আঁকার স্বপ্ন দেখা বারণ,
নিদারুণ প্রকাশের বাতাসে দেখি উলঙ্গ মহারণ।

এখন আমার বিদ্রুপ আঁকা ছবি নক্ষত্রের প্রত্যায়িত বলয় দেখে।

মহা সঞ্চারের অষ্টধাতুতে মোড়া নবজাগরণের আছি অপেক্ষায়,
পৃথিবীর শেষ প্রান্তে পড়ে থাকা মরীচিকার সাথে দেখা করার আছি অপেক্ষায়।

মেঘ-গ্রহের অর্থনীতি;চাঁড়াল মেঘের দুর্নীতি;
দেয়নি এনে সভ্য মনোবৃত্তি
উদীয়মান পথিকের বেশ ধরে স্বতন্ত্র মরীচিকা দাঁড়ায়ে,
রাক্ষসে দাবানল রয়েছে হাত বাড়ায়ে।

ছুটে ছুটে যাবে তারা; পাবেনা যে…. কোনো কিছু
আমিত্বের বহু বাদে বসে আছে তারা সব; করে মাথা উঁচু।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments