কবিতাআজকের সংস্কৃতি
কবিসুব্রত মিত্র
উৎসর্গবর্তমান সময়ের ধর্মীয় অবলীলা এবং রাজনৈতিক ভ্রষ্টাচারের সচিত্র দলিল
সম্পৃক্ততাকলমের কাছে দায়বদ্ধ একজন কবি
লিখার সময়১০ই ফেব্রুয়ারি ২০২২
4.5/5 - (2 votes)

আজকের সংস্কৃতি
সুব্রত মিত্র

আজ চারদিন হলো ভগবান আছে পরে রাস্তার ধারে
শুনেছি ওরা নাকি সকলেই ভক্তিভরে পুজো করে
এখন দেখছি ওরা সবাই নিজেরাই খাবে বলে ভগবানকে সামনে রেখে এই সব আয়োজন করে।

কত ঘনঘটা কত আয়োজন
কিছুতো হয়তো প্রয়োজন বাকিটা শুধুই অপ্রয়োজন
আসল ভক্তেরা কাঠের পুতুল আজ
নেই তাঁদের তাতে এত আড়ম্বর; নেই এত নকল কারুকাজ,
অধর্মের কাছে যেন ধর্মটাও বিক্রি হয়েছে আজ।

প্রজন্মের মাথা হতে নেতারাও দায়িত্বের হাত নিয়েছে তুলে
দিচ্ছে লেলিয়ে তাদের ঐ লম্পট বাহিনীর দলে; রাজ্যের যুব সমাজের কাছে ধর্মটাই আজ এক শিল্প
রাজ্য বা সরকারের হাতে হয়তো নেই কোনো পথ বিকল্প,

চাইছে কাজ যুবসমাজ ভবিষ্যৎ যে অন্ধ
হচ্ছে গান হরেক সুরে বইছে কলতান নেই যে তাতে কর্মসংস্থানের গন্ধ;
বুজরুকি আর শিল্পের মালা আছে পড়ে রাজ্যে ভুরি ভুরি,
নিষ্ঠা আর হতাশাগ্রস্থ নেতারা তলিয়ে যায় দিনে দিনে–
নেশাগ্রস্ত ডাণ্ডাবাজ আর ধান্দাবাজ নেতারা করে যায় সমক্ষে চুরি।

এগুলোইতো আজকের বর্তমান রাজনৈতিক চিত্র
নেতা আর অভিনেতার নেই কোন জাত-পাত; নেই কোন চরিত্র,
ইনারাই এত এখন কুষ্ঠি লেখেন জনতার
ইনারাই এখন গোষ্ঠী বানায়; চালায় সরকার।
আগামী দিনে প্রজন্মের জন্য করছে অপেক্ষা তাই অনাহার; দুর্ভিক্ষ আর হাহাকার।
এইসব অবনতির লক্ষণ দেখেও এক নির্লজ্জের মতো
ভোটের সময় দাঁতকপাটি বার করে দুহাত তুলে জানায় নমস্কার
অবহেলায় পড়ে থাকে কেবলই রাস্তার ধারে বিচার না পাওয়া জনতার দরবার
বঞ্চিত হওয়ায় গুমড়ে কাঁদে আমার সমাজের সংস্কার।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments