কবিতামধ্য রাতের শেষে
কবিসুব্রত মিত্র
কাব্যগ্রন্থস্মৃতির পাতায় আজো উজ্জ্বল অক্ষরে নামটি তোমার বনলতা
উৎসর্গবনলতা
সম্পৃক্ততাঅ-প্রাক্তন বনলতা
লিখার স্থানগড়িয়া;নতুন দিয়াড়া;কোলকাতা-৭০০১৫০।
লিখার সময়১০ই ফেব্রুয়ারি ২০২২
5/5 - (1 vote)

মধ্য রাতের শেষে
                     সুব্রত মিত্র

      ওরা সবাই চলে গেছে পড়ে আছি আমি একা
    হবে কি? হবে কি আর বনলতা তোর সাথে দেখা?
                  চোরাবালির স্রোতের মতো——-
    স্মৃতির কথা গুলো ভেঙে ভেঙে তলিয়ে যাচ্ছে যেন
            তবু তোকে স্বপ্নে দেখি বলতো কেন?

      চোখের কোণে জন্ম নেওয়া কালশিটে আবরণ
                দিচ্ছে জানান বার্ধক্যের বাতাবরণ
  যৌথ সমন্বয়ের বিগ্রহ চিত্ত ভেঙে গেছে কবে কোথায়
             অদল বদল হয় ঋতুদের হাওয়া চক্র
      এই জড়তার ভিড়ে তবু ভালোবাসা প্রাণ পায়,

          শুভ প্রনয়ের ঝঞ্ঝা বিচলিত করে আজ তবু
                         যায় ডুবে ভাবনার সাগরে;
             ভিড়ের মাঝে যায় না মুছে বনলতা কভু,
একে একে চলে গেছে সবাই;বয়ে গেছে জীবনের ঢের সময়
আগন্তুক পথের পথিক জেগে আছে মধ্যরাতের শূন্য গগনে
নিস্তব্ধ রাতের কোন আঁধারের আকাশে ভাসমান চাঁদ অতীন্দ্রিয় প্রহরায়,

সজাগ ভোরের মিশ্রিত কোলাহলে মোহনায় ডুবে শেষ ফেরি ডাকছে আমায়।

আকুল প্রার্থনায় স্মৃতিতে মোড়া নীল খাম শোনায় তাহার নাম
        এই ভোর ভোর নয়; এ যে স্বপ্নের ঘোর,
  নামের পাশেই আছে লেখা দেখো সেই চির বদনাম।
               যাক চলে সবাই রব পড়ে আমি,
               জানি বনলতা গেছো চলে তুমিও;
               তবু তুমি কাছে মোর খুব যে দামী।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments