কবিতানিষ্ক্রিয় ফলাফল
কবিসুব্রত মিত্র
উৎসর্গবনলতা
সম্পৃক্ততাঅ-প্রাক্তন বনলতা
লিখার স্থানকোলকাতা, গড়িয়া, নতুন দিয়াড়া
লিখার সময়১০ই জানুয়ারি, ২০২২
5/5 - (2 votes)

অমরত্বের কথা ভেবে পালানোর কথা ভাবি
ভেবে চলি অনাবিল আনন্দের প্রদীপ্ত ছবি খানি
ছুটে যেতে হবে,আবার যেতে হবে না;
হই আনন্দিত বা হই যতই অভিমানী।

সমুদ্র মন্থনে ভোরেদের ঢেউয়ে ভাসা পাখির ঠোঁটের খড়কুটো হবো
অশ্বত্থ গাছের পাতাখানি ঝরে যাবে আজ
মিটে যায় যদি আজ আমাদের সকল কাজ,
হাওয়ারা আর কথা শুনবেনা
আর কথা বলবেনা রোদ আর মরীচিকা,
মসৃন তৈলাক্ত রোদের শরীরে বনলতার মুখখানি ভেসে আসে;
ভেসে আসে তার গালের কালো তিল ।

সনাক্ত শৈশব প্রদীপ হয়ে জ্বলে
আত্মহারার মাঝে বিষাদের সুর ভ্রমণ;
তোমার যে সেই আমি
নই আজ একটুও দামি,
শুষ্ক আবহের মাঝে আমি যেন একটা মরা গাছ
তোমার প্রত্যাশার কাছে এই সরল সন্ধিক্ষণ এক নিষ্ক্রিয় ফলাফল।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments