কবিতাসবাই যেন নিগূঢ় প্রতিনিধি
কবিসুব্রত মিত্র
উৎসর্গজীবনের অনুভূতি
সম্পৃক্ততাবর্তমান সময়ের যুব সমাজ ও রাজনীতি
লিখার স্থানগড়িয়া;নতুন দিয়াড়া;কোলকাতা-৭০০১৫০।
লিখার সময়২২শে জানুয়ারি২০২২
3.5/5 - (2 votes)

সবাই যেন নিগূঢ় প্রতিনিধি
সুব্রত মিত্র

সবাই কেমন দুরে চলে যায়     —- —- — —
আমি পারি না যেতে—–    ——–       ———।

সবাই কেমন ——-         ———-
সুন্দর স্মৃতিগুলো সুন্দর করে ভুলে যায়
আমি পারি না ভুলে যেতে—–    ——–       ——–
সবাই কেমন ——-       ——-
সবকিছু দেখেও না দেখার ভান করে আকাশ দেখে
আমি পারিনা সেই ভান করিতে—- —–    —–।
সবাই কেমন —– —– —–
স্বার্থ ত্বরান্বিত করতে নিজের প্রকৃত পরিচয়কে লুকিয়ে রাখে
সবাই কেমন আরও কিছু পাব পাব বলে—-
হঠাৎ করে নিজের জাতি গোত্রকে নকল করে ঢেকে রাখে,
আমি পারি না তাহা করিতে —–    —- —–।

সবাই কেমন —- —–     —- —–
দেশকে ভালোবাসার নাম করে দেশকেটাকেই দখল করে
সবাই কেমন ———       ———–
হতে গিয়ে ঝান্ডার তলায় নিজের আশ্রয় খুঁজে নেয়
আমি এগুলোর কোনটাই পারিনা করিতে—–    ——–       ———।

সবাই কেমন ফুটপাত দখল করে বসে পড়ে রাস্তার ধারে
সবাই কেমন অপরিচিত হয়ে ওঠে—–    ——–       ———
সবাই কেমন অকৃতজ্ঞ হয়ে ওঠে—–    ——–       ———
সবাই কেমন প্রাপ্তিস্বীকার করতে ভুলে যায়
আমি পারিনা এভাবে ভুলে যেতে।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments