কবিতানিস্পৃহা
কবিসুব্রত মিত্র
উৎসর্গঅনগ্রসর মানুষ
সম্পৃক্ততাসমাজের অনগ্রসর মানুষের কথা
লিখার স্থানগড়িয়া;নতুন দিয়াড়া;কোলকাতা-৭০০১৫০।
লিখার সময়১০ই ফেব্রুয়ারি ২০২২
4.5/5 - (2 votes)

নিস্পৃহা
কবি সুব্রত মিত্র

এখন শূন্যতা
    পেটের টান ; প্রকৃতির বান
         মুছে দেবে সব কবিতা ।

             কবিতারা ঘুমায়
                  সুখ ও বিলাসিতার দোলনায় ,
                        জাগিওনা ওকে
                            এই উপবাসীর মুখে এলে কবিতা
                                 অপমান করবে আমায়।

সন্নাসীরাতো ভিক্ষারী হয়নি ;
      নিয়েছে সন্ন্যাস ।
           স্লোগান লেখে জীবনের নয় ;
                   লেখে মানবতায় ।

কবি কলহের বিবরণী চায়নি কোনোকালে
      বরং,কবিদেরই সামাজিক দস্যুরা
            কালগ্রাসে নিশ্চিহ্ন করতে চেয়েছে কালেকালে ।

   পদতল পিচ্ছল ,
কবির গা,মাথা,পা,সবটুকুইতো কোন দূষিত আবরণ
         কারণ,
কবিদের সবটাইতো সমাজের সাথে মিলবার নয়
          কবির কিছু কথা সমাজের মনেহয়
                    ওগুলো যেন বিস্ফোরণ ।

নৈমিত্তিক চাহিদার অপসারণ করবে কোন মহাজন ?
     নোটের ভোরে সূর্য ওঠে
            এখনো তাই রক্ত গুলো রঙ হয় ,
                     বৃথা বসন্তের আবিষ্কার করে
                          মেতে ওঠে হোলি হোলি খেলায় ।

আমার এই কবিতা
যদি দেখে ফেলে কোন নেতা
                      আছে আমার ভয় ;
                              মানবতা শূন্যতায় ,
কবির এই সমাজ দর্শন থেকে যাবে কেবলই কবিতায় ।

——————————————-

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments