কবিতাদানবের বেশে মানব
কবিসুব্রত মিত্র
উৎসর্গজং ধরা চেতনাকে জাগ্রত করা
সম্পৃক্ততামুক্তচেতনা'র বহিঃপ্রকাশ ঘটুক
লিখার স্থানকোলকাতা, রাসবিহারী এভিনিউ
লিখার সময়১৬ই ফেব্রুয়ারি
4/5 - (2 votes)

দানবের বেশে মানব
সুব্রত মিত্র

ধূসর যমুনাতে জমকালো যমরাজ
ধেয়ে আসে দিনরাত ,
সোহাগের গীতিরীতি ধংস যে ওর বাতি

আমি ওর নাম রাখি সৃষ্টির সর্বনাশ
সুন্দর মধুজল হাতেতে আসে
যেই আমি ভাবি এই বুঝি সুন্দর এ সমাজ ।

আমি এক সুন্দর মানব ,
বিবেকের ফাঁসি দিয়ে ধংসের বাঁশি নিয়ে
হস্তে তলোয়ার চলিছে ঐ রাক্ষস দানব ।

ধংসের লীলাক্রমে তুমিওতো যাবে থেমে
ইতিহাস মানবিক দিগন্তের তীর ,
প্রাণবন্ত নেশাচর জাতিই উৎকৃষ্ট
খুঁজতে তাঁহার ক্ষতির উৎস ।

অনুন্নত সমাজ জংধরা কাঁথার ফাঁসে
চরম ফেঁসেছে । নরম কাদায় পচা
গোবরের ভূমিকা অর্থহীন ।

——————-সমাপ্ত——————
সুব্রত মিত্র, কলকাতা৭০০১৫০।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments