কবিতাতাচ্ছিল্যের সাগর
কবিসুব্রত মিত্র
উৎসর্গনিজস্ব নিয়তির প্রতি
সম্পৃক্ততানিয়তিই মোর অকালবোধন
লিখার স্থানগড়িয়া;নতুন দিয়াড়া;কোলকাতা-৭০০১৫০।
লিখার সময়১৫ই ফেব্রুয়ারি ২২০২২
5/5 - (1 vote)

তাচ্ছিল্যের সাগর
সুব্রত মিত্র

আমি কি করতে পারি নি সেগুলোই মনে রেখেছো
আমি কি করতে পেরেছি সেগুলো সবই ভুলে গিয়েছো
            যেটুকু দিতে পেরেছি তা সবই মিছে
   যেটুকু যা দিতে পারিনি ওগুলোই রেখেছো লিখে।

আকুলতা ব্যাকুলতা এবং বিফলতা আমার জীবনের সম্বল
    সফলতা আসে নি তাই সর্বত্রই আমি হই দুর্বল
    হয়তো এভাবেই গান লেখা জীবনের পটভূমির
নিজের মধ্যেই নিজের দ্বন্দ্ব হয় বেশ কঠিন ও গভীর
হয় বোঝা পরা বাস্তব আমিত্বের সাথে একটা সরল বিফল আমির,
আমি মেঘদূতের চেয়েও অগ্রদূত একটি ঘূর্ণাবর্তের এলোমেলো হাওয়া
এক কপালকুণ্ডলা চামুণ্ডা চন্ডালী দুপুরের সন্ধির পথে আমার আসা যাওয়া।
           আশ্চর্য কপাট বিড়ালের কান্না লেখে
জীবন প্রনয়ের মুহূর্তগুলো ঘুরেফিরে জীবনকেই শেখে
ধরতে পারিনি অনেক কিছু; করতে পারিনি অনেক কিছু
এই ধরতে আর করতে না পারার মাঝেও যতটুকু স্বর্ণ কমল ফোটাতে চেয়েছি
নিয়তিতে তার হয়নি ঠাঁই; মূল্য পাইনি ওসবের কোনো কিছুরই।

ক্লান্ত আর আদর্শ নামক শব্দেরা ধনী করেছিল আমায়
তবু ভালোবাসার ভিখারী আমি, জীবনভর সাগরে ভাসলাম
তাচ্ছিল্যের সাগরে ডুবলাম ভালোবাসার শূন্যতায়।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments