বাংলা কবিতা, জীবন্মৃত কবিতা, কবি সন্ধি মুহিদ - কবিতা অঞ্চল
কবিতাজীবন্মৃত
কবিসন্ধি মুহিদ
উৎসর্গঊষা
লিখার স্থানমিরপুর, ঢাকা
লিখার সময়১৩ অক্টোবর, ২০২০
4.3/5 - (3 votes)

তরে আমি আইজও স্বপ্নে দেখছি

খুব সুখে আছোস তুই, তাই না?

আমি সুখে নাই, অসুখেও নাই

তয় জীবন ঠিকই কাইটা যাইতেছে।

 

এইটা আমার দুঃস্বপ্ন যে তুই সুখেই আছোস

তুই সুখে থাকলে তো তুই জিত্যা গেলি!

আমি হাইরা গেলাম তর কাছে

আমি ক্যামন আছি? বলি?

 

তর সেইটা জানোনের দরকার নাই।

তাও কই, তরে ছাড়া সুখ দুঃখ সব সমান!

তুই আমার সুখ আছিলি, দুঃখ আছিলি

তুই নাই তাই জীবন হইছে মরনের লাহান।

 

তরে ভুইলা যাওনের চে

মইরা যাওন সহজ রে!

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments