বাংলা কবিতা, দাবী - দাওয়া কবিতা, কবি সন্ধি মুহিদ - কবিতা অঞ্চল
কবিতাদাবী – দাওয়া
কবিসন্ধি মুহিদ
বিষয়বিরহ
লিখার স্থানফার্মগেট, ঢাকা
লিখার সময়০২.০৯.১৪
5/5 - (1 vote)

আজ এ ঘর, তো কাল ও ঘর,
আজ এ বিছানা, তো কাল ও বিছানা।
আর কতদিন? আর কতদিন?

আমারও তো একটা নিজের ঘর চাই,
নিজস্ব একটি শয্যা চাই।
নিজস্ব একটি মানুষ চাই।

একজোড়া ঠোঁটের ওপর চাই
আমার আমৃত্যু অধিকার,
যেন সেখানে যখন তখন ইচ্ছে মতন-
নিজস্ব ঠোঁট স্থাপন করতে পারি!

এই চোখ চায় আরো দুটি চোখ,
যেখানে পরম নির্ভাবনার দৃষ্টি রাখা যাবে।

একজোড়া স্তনের ওপর মুখ রেখে
ফেলতে চাই বৈধ নিঃশ্বাস।
একটি জরায়ুতে পুরে দেবার ইচ্ছে
আমার কয়েক বিন্দু বিশুদ্ধ প্রেম!

আমার এই দুটি হাতের দাবী
আরো দুটি হাতকে চিরজীবনের তরে
মুঠোবন্দী করে রেখে দেওয়ার!

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments