বাংলা কবিতা, ঠিক নেই কিছু কবিতা, কবি সন্ধি মুহিদ - কবিতা অঞ্চল
কবিতাঠিক নেই কিছু
কবিসন্ধি মুহিদ
লিখার স্থানরাজাবাজার, ঢাকা
4.7/5 - (3 votes)

আমি ঠিক করেছিলাম তোমাকে ভুলে যাবো,
কিন্তু আচমকা তোমার মুখ এখনো ভেসে ওঠে।
মনের পর্দায় দমকে দমকে ধাক্কা দেয় শূন্যতা।
বুকের ভেতর কষ্টের দামামা বেজে চলে।

আমি ঠিক করেছিলাম আর কখনো লিখবো না
কিন্তু এখনো দু’চারটে বাক্য হাত ফসকে যায়।
তোমার স্মৃতি এতটা পীড়া দেয় আমায়,
আজো আমি নিয়ন্ত্রণহীন, অসহায়।

আমি ঠিক করেছিলাম আমি আর কাঁদবো না।
কিন্তু এখনো আমার চোখ থেকে বৃষ্টি ঝরে,
সেই যে একবার, বৃষ্টিতে ভিজে আমরা একাকার,
সেসব কথা কি তোমার একবারও মনে পড়ে?

আমি কেবল ঠিক করতে চাই নি আমাদের সম্পর্ক,
অথচ সেটা ঠিক করতে চাইলে সব ঠিক থাকতো।

 

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments