বাংলা কবিতা, হে ঈশ্বর বিদায় কবিতা, কবি সন্ধি মুহিদ - কবিতা অঞ্চল
কবিতাহে ঈশ্বর বিদায়
কবিসন্ধি মুহিদ
লিখার স্থানরাজাবাজার, ঢাকা
4.7/5 - (4 votes)

মহামান্য ঈশ্বরের সার্ভারে ফায়ারওয়াল,
ব্ল্যাকলিস্ট ডিঙিয়ে মানুষের হাহাকার
পৌঁছোয় না তাঁর সীমানায়।

কফির মগে ধোঁয়া,
ঈশ্বর সবান্ধব পাশা খেলেন।
ওপাশে স্মিতহাস্যে বসে ছিলেন
ঈশ্বরের বেস্টফ্রেন্ড মহামান্য শয়তান!

সার্ভারে ভাইরাস! হঠাৎ
সাইরেন বেজে বেজে চলে।
নিরাপত্তাবেষ্টনী এড়িয়ে-
বন্দুক হাতে মানুষ লিপ্ত হয় ঈশ্বরহত্যায়।

“ঈশ্বর মানবতাবাদী ছিলেন না
মানুষ তাই ঈশ্বরবাদী হয় নি”

ঈশ্বরের মৃতদেহের ওপর ছিটকে পড়ে
এ্যাডাম সন্তানের ফেলে যাওয়া
আদিম একদলা থুতু!

ওদিকের ডিসপ্লেতে এবার
লেখা ওঠে, “গেইম ওভার!”
শয়তান মুচকি হাসেন ঈশ্বরের পরাজয়ে!

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments