বাংলা কবিতা, করুণ চিলের মতো কবিতা, কবি বিনয় মজুমদার - কবিতা অঞ্চল
কবিতাকরুণ চিলের মতো
কবিবিনয় মজুমদার
কাব্যগ্রন্থকবিতা অঞ্চল - ১, ফিরে এসো, চাকা
লিখার সময়২৩ মে, ১৯৬২
4.7/5 - (3 votes)

করুণ চিলের মতো সারাদিন, সারাদিন ঘুরি।
ব্যথিত সময় যায়, শরীরের আর্তনাদে, যায়
জ্যোৎস্নার অনুনয়; হায়, এই আহার্যসন্ধান।
অপরের প্রেমিকার মতন সুদূর নীহারিকা,
গাঢ় নির্নিমেষ চাঁদ, আমাদের আবশ্যক সুখ।
এতকাল চ’লে গেল, এতকাল শুধু আয়োজনে।
সকলেই সচেতন হতে চায় পরিসরে, ক্ষুধার মতন
নিরন্তর উত্তেজনা নাড়িতে-নাড়িতে পেতে চায়।
হস্তগত আহার্যের গূঢ় ঘ্রাণ, স্বাদ ভালোবেসে
বিহ্বল মুহূর্তগুলি যেন কোনো অর্ঘ্যে দিতে চায়।
অথচ চিলের মতো আয়োজনে আয়ু শেষ হয়।
ব্যর্থ অনাশ্রয় কেউ চাই না; তোমাকে পেতে চাই
তবু আশ্রয়েও আগে, পরিহিত অবস্থায় কোনো
অঙ্গুরীয় হারানোর ক্ষিপ্ত ভয় লোপ পায় ব’লে।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments