কবিতাফিরে এসো চাকা ৫ – স্রোতপৃষ্ঠে চূর্ণ-চূর্ণ লোহিত…
কবিবিনয় মজুমদার
কাব্যগ্রন্থফিরে এসো, চাকা
লিখার সময়১২ অক্টোবর ১৯৬০
4.2/5 - (5 votes)

স্রোতপৃষ্ঠে চূর্ণ-চূর্ণ লোহিত সূর্যাস্ত ভেসে আছে;
নিশ্চল, যদিও নিম্নে সংলগ্ন অস্থির স্রোত বয়।
এখন আহত মাছ কোথায় যে চ’লে গেছে দূরে,
তুমিও হতাশ হয়ে রয়েছো পিছন ফিরে, পাখি।
এখনো রয়েছে ওই বর্ণময়, সুস্থ পুষ্পোদ্যান;
তবুও বিশিষ্ট শোকে পার্শ্ববর্তী উদাত্ত  সেগুন
নিহত, অপসারিত, আর নেই শ্যামল নিস্বন।
কেন ব্যথা পাও বলো, পৃথিবীর বিয়োগেবিয়োগে?

বৃক্ষ ও প্রাণীরা মিলে বায়ুমণ্ডলকে সুস্থ, স্বাস্থ্যকর রাখে।
এই সত্য জানি, তবু হে সমুদ্র, এ-আরণ্যেকান পেতে শোনো –
ঝিঁ ঝিঁ  পোকাদের রব- যদিও এখানে মন সকল সময়
এ-বিষয়ে সচেতন থাকে না, তবুও এই কান্না চিরদিন
এইভাবে র’য়ে যায়, তরু মর্মরের মধ্যে অথবা আড়ালে।

Share
guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Suhrid Ghosh
Suhrid Ghosh
1 year ago

Khup Khup Beautful Kobita