বাংলা কবিতা, ফিরে এসো চাকা ৯ - মাংসল চিত্রের কাছে এসে... কবিতা, কবি বিনয় মজুমদার - কবিতা অঞ্চল
কবিতাফিরে এসো চাকা ৯ – মাংসল চিত্রের কাছে এসে…
কবিবিনয় মজুমদার
কাব্যগ্রন্থফিরে এসো, চাকা
লিখার সময়১৬ জুন ১৯৬১
4.7/5 - (3 votes)

মাংসল চিত্রের কাছে এসে সব ভোলা গিয়েছিলো।
মদিরার মতো তুমি অজস্র যুদ্ধের ক্ষত ধুয়ে
স্নিন্ধ ক’রে দিয়েছিলে। প্রত্যাশার শেষে ছিপ রেখে
জাল ফেলে দেখার মতোন এই উদ্যম এসেছে।
বিদেশী চিত্রের মতো আঘাত, অপরিচিত হলে,
কিংবা নক্ষত্রের মতো অতিপরিচিত হলে তবে
আলাপে আগ্রহ আসে; অথচ পত্রের মতো ভূলে
অন্য এক দুয়ারের কাছে উপনীত হয়ে যাই।

ডানা না-নেড়েই ঊর্ধ্বে যে-চিল সন্ধান ক’রে ফেরে
তার মতো ক্লান্তি আসে’; কোনো যুগে কোনো আতাতায়ী
শত্রু ছিলো ব’লে আজো কাঁটায় পরিবেষ্টিত হ’য়ে
গোলাপ যেমন থাকে, তেমনি রয়েছো তুমি; আমি
পত্রের মতন চুলে অন্য এক দূয়ারের কাছে।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments