বাংলা কবিতা, ফিরে এসো চাকা ৭২ - যাক, তবে জ্ব’লে যাক... কবিতা, কবি বিনয় মজুমদার - কবিতা অঞ্চল
কবিতাফিরে এসো চাকা ৭২ – যাক, তবে জ্ব’লে যাক…
কবিবিনয় মজুমদার
কাব্যগ্রন্থফিরে এসো, চাকা
লিখার সময়২২ জুন, ১৯৬২
4.5/5 - (4 votes)

যাক, তবে জ্ব’লে যাক, জলস্তম্ভ, ছেঁড়া ঘা হৃদয়।
সব শান্তি দূরে থাক, সব তৃপ্তি, সব ভুলে যাই।
শুধু তার যন্ত্রণায় ভ’রে থাক হৃদয় শরীর।
তার তরণির মতো দীর্ঘ চোখে ছিলো সাগরের
গভীর আহ্বান, ছায়া, মেঘ, ঝঞ্ঝা, আকাশ, বাতাস।
কাঁটার আঘাতদায়ী কুসুমের স্মৃতির মতন
দীর্ঘস্থায়ী তার চিন্তা; প্রথম মিলনকালে ছেঁড়া
ত্বকের জ্বালার মতো গোপন, মধুর এ-বেদনা।
যাক, সব জ্ব’লে যাক, জলস্তম্ভ, ছেঁড়া ঘা হৃদয়।

Share
guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Xareen Aditi
Xareen Aditi
4 months ago

কিছু কিছু যন্ত্রণা এভাবেই প্রিয় হয়ে ওঠে!