কবিতাফিরে এসো চাকা ৬ – কাগজ কলম নিয়ে…
কবিবিনয় মজুমদার
কাব্যগ্রন্থফিরে এসো, চাকা
লিখার সময়১৪ অক্টোবর ১৯৬০
4.4/5 - (5 votes)

কাগজ কলম নিয়ে চুপচাপ বসে থাকা প্রয়োজন আজ;
প্রতিটি ব্যর্থতা, ক্লান্তি কি অস্পষ্ট আত্নতৃপ্তি সঙ্গে নিয়ে আসে।
সতত বিশ্বাস হয়, প্রায় সব আয়োজনই হয়ে গেছে, তবু
কেবল নির্ভুলভাবে সম্পর্কস্থাপন করা যায় না এখনো।
সকল ফুলের কাছে এত মহোময় মনে যাবার পরেও
মানুষের কিন্তু মাংসবন্ধনকালীন ঘ্রাণ সবচেয়ে বেশি ভালবাসে।
বর্ণাবলেগুলি কাছে গেলে অর্থহীন, অতি স্থূল ব’লে মনে হয়।
অথচ আলেখ্যশ্রেণী কিছুটা দূরত্বহেতু মনোলোভা হয়ে ফুটে ওঠে।
হে আলেখ্য, অপচয় চিরকাল পৃথিবীতে আছে;
এই যে অমেয় জল-মেঘে মেঘে তনুভূত জল-
এর কতোটুকু আর ফসলের দেহে আসে বলো?
ফসলের ঋতুতে অধিকাংশ শুষে নেয় মাটি।
তবু কি আশ্চর্য, দ্যাখো উপবিষ্ট মশা উড়ে গেলে
তার এই উড়ে যাওয়া ঈষৎ সংগীতময় হয়।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments