কবিতাবিষয়কাব্যগ্রন্থ
নিত্য জপো …
Added by: অভিলাষ মাহমুদ
ফোকাসিং অন লাইফ
Added by: অভিলাষ মাহমুদ
মাননীয় প্রধানমন্ত্রী
Added by: অভিলাষ মাহমুদ
আমাকে তোমরা ডাকোনি, তবু এসেছি …
Added by: অভিলাষ মাহমুদ
রহস্য রজনী
Added by: অভিলাষ মাহমুদ
আর কতো কান্দাবি দয়াল
Added by: অভিলাষ মাহমুদ
একের সাথে শুন্যের বিয়ে
Added by: অভিলাষ মাহমুদ
শব্দ কাঁদে কবিতা হয়ে
Added by: অভিলাষ মাহমুদ
জেগে থাকো ঘুমপাখি
Added by: অভিলাষ মাহমুদ
সম্পাদকের কাছে খোলা চিঠি
Added by: অভিলাষ মাহমুদ
আমি-ই বিক্ষত বিজয়
Added by: অভিলাষ মাহমুদ
যে বুঝে অবুঝ প্রেমিকের মন
Added by: অভিলাষ মাহমুদ
ছদ্মবেশী সম্রাটরূপক
Added by: অভিলাষ মাহমুদ

সমাজটাকে সাজাও সবে কাঁধ মিলিয়ে কাঁধে
থাকলে সবে মিলে মিশে পড়বো না শয়তানের ফাঁদে।

মানুষ সৃষ্টির শ্রেষ্টজীব এ কথা মনে রাখবো।
ভুল শোধরে দিতে সবে মিলে মিশে থাকবো।সম্পূর্ণ

শেখ হাসিনা সবার নেতা সকলে তার গান গায়।
স্বপ্ন ছিলো পদ্মাসেতু, এখন তা দেখা যায়।
খর্ব না হোক গর্ব মোদের এটাই করি আশা
অতি দর্পে হত লঙ্কা তাই চাই না হোক সর্বনাশা
হার মানি না আমরা তো একাত্তর প্রমান তার,
পদ্মাসেতু বানিয়ে প্রমান দিলেন আরেকবার।
সিন্ধু বিজয়, বাংলা বিজয় হয়নি চোখে দেখা
সেই দুই ইতিহাস তাই আমার দ্বারা হয়নিতো লেখা।
না জানি আরও কতো শেখার আছে বাকি।
দেখে, শিখে লিখবো ভালো সেই আশাতে থাকি।সম্পূর্ণ

তেরোটা বছর যাই না ঘুমের নগর।
নৈঋত কোণের ঐ মহা-আকাশ ছুঁতে চায় অগ্নীপাহাড়।
ভয় করে তাড়া, মনে শিহরণ!
তবু হারাই না সাহস।
ভয় জয় করে কৌতুহলীমন নামে রহস্য রজনীর সন্ধ্যানে।সম্পূর্ণ

মন কোকিলা কান্দেরে এই মনেরি বনে
এক ফোটা সুখ নাই রে আমার এ মনে।
ফাগুনো যে যায় রে বৃথা বুঝাই কেমনে
দয়াল বুঝাই কেমনে?
ও … দয়াল বুঝাই কেমনে?সম্পূর্ণ

হে মা… নু… ষ !
তোমরা পথ ভ্রষ্ট হয়ো না,
হারাইয়ো না মানবতা।
ভুলে যাচ্ছো- তোমরাই সৃষ্টির সেরা জীব।
নিজেরাই নিজেদের নিয়ে যাচ্ছো অন্তিম ধ্বংসের পথে।
ভাইয়ে ভাইয়ে করছো সংঘাত।
কোমল শব্দগুলো আজ
নাগরীক যান্ত্রিকতার পদাঘাতে পিষ্ট।সম্পূর্ণ

মরণের জমজ ভাই এলেই শরীরে অনুভূত হয় চরম বেত্রাঘাত।
এ যাতনা আমার বাইশ ফাগুনের সঙ্গী।
জেগে থাকো ঘুমপাখি,
তুমি জুড়ে বসলেই আমার বিপদ।
আমাকে সইতে হয় অসহ্য যন্ত্রণা!সম্পূর্ণ

মানুষের রক্তে হলি খেলে দু পেয়ে দৈত্যরা…
সে রক্তে গোধূলির আকাশ লোহিত সাগর হয়ে যায়…
সবই অসহ্য হয়ে পড়ে…
তখন মনে হয় আমি-ই বিক্ষত বিজয়।
অভিলাষ মাহমুদসম্পূর্ণ

ক্ষণে ক্ষণে রূপ বদলাই।
কখনো লোহিত, কখনো নীলাভ,
কখনো হরিৎ, কখনো হরিদ্রা,
কখনো শ্বেত, কখনো কৃষ্ণা।
কখনো হয়ে পড়ি বর্ণহীন।
কখনো হই প্রেমিক কিশোর
কখনো হই চৈত্রের খাঁ খাঁ রোদ
কখনো হই কিশোরীর জলতৃষ্ণ।
অভিলাষ মাহমুদসম্পূর্ণ