বাংলা কবিতা, ফজরের আজান কবিতা, কবি ইবনে শামস - কবিতা অঞ্চল
কবিতাফজরের আজান
কবিইবনে শামস
কাব্যগ্রন্থঅন্তর্গত অসুখ, কবিতা অঞ্চল - ১
4.3/5 - (3 votes)

ঘুম ভাঙার পর দেখি ক্যালেন্ডারের উপদৃশ্য থেকে উড়ে গেছে শালিক — বারান্দায়
একা ভিজে যাচ্ছে একটা তরুণ গোলাপ গাছ — শালিক শ্বাপদসঙ্কুল অরণ্যে
ঝিরোচ্ছে পথ — সারাদিন ঘুরে, অন্য শালিকের সাথে গল্পে মাতে। তারা চিত্রল হরিণের
শিঙে বসে — নরোম বাতাসে মাখে হৃৎপিণ্ড— কে যেন ধাওয়া করে জীবন — ক্ষুধা —
হরিণের ভয় সঞ্চারিত হয় শালিকের প্রাণে — উড়ে উড়ে এবং আরো উড়ে সে — পৌঁছে
গেছে আরেক অরণ্যে—

এইদিকে অন্বেষণে হয়রান আমি— তারিখ, বার, মাস ও বছর খুঁজে খুঁজে মাতাল হচ্ছি
— কোথাও নাই কিছু — রোকানার হৃৎপিণ্ডধারী শালিক খেয়ে ফেলেছে সব — সে কি সব রোমন্থনের আগুন মল হিশেবে ফেলে দিছে শ্বাপদদের মাঝে— আমি এখন কোথা
পাবো আমাদের সুন্দরতম সময়ের রঙ ও টিউলিপ?

Share
guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
মো.রিদওয়ান আল হাসান
2 months ago

অনেক ভালো লাগলো কবিতাটা!