বাংলা কবিতা, গাঙে মিশেল ফুকো কবিতা, কবি ইবনে শামস - কবিতা অঞ্চল
কবিতাগাঙে মিশেল ফুকো
কবিইবনে শামস
কাব্যগ্রন্থঅন্তর্গত অসুখ (সম্ভাব্য প্রকাশকাল, ২০২০)
লিখার স্থানআনোয়ারা, চট্টগ্রাম,
লিখার সময়২০১৯
4/5 - (5 votes)

বৃষ্টিতে ভিজছে মিশেল ফুকো— অনাবিল সবুজ ঘাসে
বিষণ্ণ গরুর নাফা। দূরে— ফুলের যৌনতা চুষে দিশেহারা
মৌমাছি নিঃসঙ্গ পাতার নীচে খুঁজছে ঘর।

গোয়ালঘরের গরু তুমি ডাকিছো — হাম্বাআ

পানাপুকুরের শীতল জলের ভীতর নামছে নরোম সন্ধ্যা। জল
পড়েনি, নড়েনি পাতাও তবু— মীনের আঁশ আঁকছে ফুকোর
যৌনক্ষুধা।

ও গাঙের মেয়ে— এই মরিচক্ষেতে — তোমার পাশে বাঁধা
গরুটা কার— ফুকোর নাকি গ্যাটোর?

কে অমন উত্তর দেয় তোমার মতো, সব শালা চুলোয় যাক,
ফুকো ডুবুক জলে সঙ্খের এই ভাঙা চর জানে, তুই হারামি আমার।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments