বাংলা কবিতা, ক্ষুধা নিয়ে দীর্ঘপথ হাঁটা যায়না কবিতা, কবি ইবনে শামস - কবিতা অঞ্চল
কবিতাক্ষুধা নিয়ে দীর্ঘপথ হাঁটা যায়না
কবিইবনে শামস
কাব্যগ্রন্থঅন্তর্গত অসুখ
4.2/5 - (6 votes)

তবুও এইসব সবুজ, ফুল ও ফল, কিছুটা নিনাদ আর অনেকটা রক্ত পেরিয়ে আমি পৌঁছে গেছি গভীর অরণ্য মাঝে৷ তলপেটের ক্ষুধা আর তলপেটের চাপ দুইটাই সমান ভয়ঙ্কর এইটুকু জ্ঞান প্রচণ্ড ক্ষুধাতেও মনে থাকে।

ঝরছে আগুন-বরফ।

কোথাও বাজিতেছে বিষাদ বাতাসের মর্মরে। পাতাঝরা এইসব পথ লিখে রাখছে পায়ের যৌনতা। ফুল কতো আগে শুকিয়ে গেছে বৃন্তের উৎস ভুলে। তবুও গন্ধ লিখে রাখছে আয়ু ও কবরের পরিমাপ।

দীর্ঘকাল পাহাড় ভ্রমণে যাইনা— না মানুষীর না পৃথিবীর;
গতো রাতে বন্ধু জানিয়েছে, মানুষীর পাহাড়ের দিকে তাকিয়ে থাকলে আয়ু বাড়ে।
তবুও কিছুটা দুঃখ সহ হৃদয় যেহেতু ভালোবাসা পেলে মানুষের মাঝে কুকুরের স্বভাব ঢুকে পড়ে। যেমন — আমি৷ তাই এই দীর্ঘ বিরতীতে পৃথিবীর পাহাড়ে গিয়ে ভাবছি— ঝুলিয়ে রাখবো আয়ুর আপেল৷

তুমি
ঢুকিতেছো
বায়তুল
হারামের
ফটক ধরে
খুনের
নদীতে

বিহ্বল ধ্বনিতে কেঁপেছে গম্ভুজ।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments