কবিতাতোমাকে দেখার পর
কবিঅনিরুদ্ধ রনি
কাব্যগ্রন্থচুম্বনের উত্তাপ
বিষয়প্রেম
সম্পৃক্ততাপ্রেম, ভালোবাসা
লিখার স্থানবাংলামোটর, ঢাকা
লিখার সময়জানুয়ারি, 2024, সন্ধ্যা
2/5 - (2 votes)

তোমাকে দেখার পর
তোমাকে দেখার পর–
পৃথীবিতে আর কোন হিমালয় আমি দেখিনি
তোমায় দেখারর পর; আমি হিম শীতল হতে হতে
জমে যাই বরফের মতো –
তারপর আবার খোজ করি আগুনের
আমি আবার তোমাকে দেখি
তোমায় দেখার পর; খোজ করি আগুনের
উত্তপ্ত করি নিজেকে –
আমি উত্তপ্ত হই হতে হতে
নিজেকে তৈরী করি আগুনে
অতপর: তোমাকে এই উত্তাপ উপহার দেই
তুমি অগ্নির মতো শক্তি হাতে নিয়ে…
ছুটে চলো ভ্রম্যান্ডের এ প্রান্ত থেকে ঐ প্রান্তে
আমি ক্লান্তির সীমা ভেদ করে
এক মুহুর্তের জন্য শান্ত হই
তুমি শান্তি দাও – তারপর
আমি আবার তোমাকে দেখি
মনে হয় এতদিন একই নক্ষত্র তলে
তুমি আমি এবং আমাদের এই পৃথিবী
অথচ, আমরা এতদিন আলাদা ছিলাম ।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments