কবিতাজন্মান্ধ
কবিঅনিরুদ্ধ রনি
লিখার স্থানকুমিল্লা
লিখার সময়২৯ জুন ২০২১ বিকাল ৩ঃ৩১
5/5 - (1 vote)

আমার আদিম চোখ আজও জন্মান্ধ।
সেখানে
বর্বরতা বাস করে;আমার কন্ঠ ফণা দেখিয়ে
শোষণ করে,
নিমিষে হাত হয়ে ওঠে ধ্বংসের অবতার;

৮০০ কোটি মানুষ,ধর্ম,রাজনীতি,নেশা,
তুমি সকলে- বুদ্ধিমান,বুদ্ধিজীবী,বোকা,মূর্খ,
স্বপ্নান্ধ,প্রেমিক,প্রেমিকা
মিথ্যের এক একটি গ্রহ-নক্ষত্র-সৌরজগৎ-বায়ুমণ্ডল;

আদিম থেকে আদিমতা,
ধোঁয়াশা থেকে নেই কোনো মুক্তির পথ…

শ্রাবণের সন্ধ্যায় ভেজা চাঁদ
কখনো শুকায়নি।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments