কবিতাআকাল রাতের কথা
কবিঅনিরুদ্ধ রনি
লিখার স্থানকুমিল্লা
লিখার সময়২৯ জুন ২০২১ বিকাল ৩ঃ৩৬
5/5 - (1 vote)

আমি সহস্র নির্জনতা খুন করে যখন তোমাকে পেতে ছুটে যাই;
এক নীরবতার অমোঘ মেঘে দুঃখের কালিমা মেখে
তখনি তোমার কণ্ঠগ্রাম বজ্রের মতো হুঙ্কার হাঁকে-
“‘তুমি খুনী,তুমি খুনী”

ওই যে তোমার ডাগর চোখে কষ্ট হাসে,
নষ্টরা সব ফেরি করে বাতাস নাচে করুণ সুরে
শাকিল তখন মদিরা নিয়ে ক্যালেন্ডারের পাতা গুণে
হন্যে হয়ে কী যে করে,কী যে করে!

লাল সিগনাল ভেঙে দিয়ে
সে যে মাতাল হয়ে
বেহালা বাজায় পাখির শিসে
প্রেমের আগুনে কাটছে সাঁতার,
কখন সে যে পুড়ে গিয়ে হয়েছে কাঙাল,হয়েছে কাঙাল?

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments