কবিতাস্বপ্নের বাসর
কবিঅনিরুদ্ধ রনি
উৎসর্গসকল মানুষকে
লিখার সময়২৪ আগষ্ট ২০২১, সকাল
5/5 - (1 vote)

তুমি ঘুমোচ্ছো! ঘুমোও প্রিয়া।
জাগাবো না, জাগাবো না প্রিয়া,কি হবে জাগিয়ে!
তুমি ঘুমোচ্ছ প্রেমাবিষ্ট মনে;
আগামীর স্বপ্ন দেখো, তন্দ্রাচ্ছন্ন চোখে।

আমি জেগে আছি, ঘুম নেই চোখে!
চেয়ে দেখি, পৃথিবীর রিক্ত রূপ!
ঢলে পড়েছে দিগন্তের কোলে।
যেন চির ঘুমে আচ্ছন্ন হতে চলেছে সে!

চোখে আমার বিষাদের কালোছায়া!
মনে আজ দুঃসহ যন্ত্রণা।
যেন আমি মহেঞ্জোদাড়োর পথে হেঁটে চলেছি
হরপ্পার হাতখানি ধরে!
নয়তো বা ব্যাভিলনীয় সভ্যতার ধ্বংস স্তুপে,
মুখ গুঁজে পড়ে আছি আমি!
কিংবা রোম সাম্রাজ্যের জ্বলন্ত ধ্বংসাবশেষে,
মেরী আঁতয়ানেতের চোখে চোখ রেখে,
আশাহত মনে এগিয়ে চলেছি…
তেহরানীয় সমুদ্রের দিকে!
খুঁজে নেবো, আর একটা দ্বৈপায়ণ!

স্বপ্নাতুর চোখে,তুমি হারিয়ে যেও চাঁদের দেশে।
ওখানে একটু জল খুঁজে নিও।
অবশেষে, পৃথিবীর শেষ ধংস স্তুপে;
তুমি আর আমি, আর একবার ফিরে এসে,
রচনা করবো, এক পৃথিবী স্বপ্নের বাসর।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments