কবিতাতুমি আমার দূরন্ত শৈশব
কবিঅনিরুদ্ধ রনি
কাব্যগ্রন্থচুম্বনের উত্তাপ
বিষয়জীবনমুখী, প্রকৃতি, প্রেম
সম্পৃক্ততাপ্রেম, ভালোবাসা
লিখার স্থানবাংলামোটর, ঢাকা
লিখার সময়জানুয়ারি, 2024, সন্ধ্যা
Review This Poem

আপনি আমার দুরন্ত শৈশবের খেলার মাঠ,
সুতো ছিড়ে হাওয়ায় ভেসে বেড়ানো টালমাটাল লাল ঘুড়ি,
বাড়ি আঙিনায় খেলা কঠিন শর্তের সহজ ক্রিকেট,
স্কুল জীবনের প্রথম সাদা কেডস,
কলমের কালিতে মাখা স্কুল ড্রেস,
বার বার চেইন পড়ে যাওয়া হিরো সাইকেল,
দপ্তরির হাতুড়িতে বেজে উঠা প্রতিক্ষার ছুটি ঘন্টা,
বালিশের নিচে বাবার রেখে যাওয়া চকচকে দোয়েল নোট,
পয়সাওয়ালা রঙিন আইসক্রিম,
ভাঙারি দিয়ে কেনা হওয়াই মিঠাই,
শাস্তির ভয়ে লুকানো মার্ক শিট,
বড়দের ভয়ে লুকিয়ে খেলা মারবেল,
উঠোন জুড়ে ঘুরতে থাকা সোনালী লাটিম,
আর এই সব কিছুই অসাধারণত্ব পেয়েছে
শৈশব হারিয়ে যাওয়ার বিনিময়ে ।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments