কবিতাএকাকীত্বের হাওয়া
কবিঅনিরুদ্ধ রনি
কাব্যগ্রন্থচুম্বনের উত্তাপ
বিষয়বিরহ
উৎসর্গপৃথীবির সকল না পাওয়া প্রেমিকদের
সম্পৃক্ততাএকটি একাকীত্বের গান
লিখার স্থানঢাকা, বিশ্ববিদ্যালয়
লিখার সময়নভেম্বর, ২০২৩, সন্ধ্যা
5/5 - (1 vote)

আমার একটা পথের সঙ্গী,
হাটার সঙ্গী কেউ হইলো না রে…
ও বুকের মধ্যে তারে নিয়া,
একটা গল্প হইলো না রে__

আমার একটা কথার সঙ্গী,
গানের সঙ্গী কেউ হইলো না রে…
ও বুকের মধ্যে তারে নিয়া,
একটা গল্প হইলো না রে __

ও সে ফুলের মতো নয়,
ও সে ভুলের মতোও নয়…
ও সে জোৎছনা রাতে
আমার বুকে একলা জেগে রয়__

ও সে ব্যথা দিয়েও আবার একটু,
বুকে টেনে নিক,
ও সে আঘাত দিয়েও আবার একটু,
ভালোবাসা দিক__

আমার একটা ভুলের সঙ্গী,
কুলের সঙ্গী কেউ হইলো না রে…
ও মনের মধ্যে তারে নিয়া,
একটা গল্প হইলো না রে __

ও সে পথের ধারে; পুকুর পারে
একটু বসে থাক,
ও সে ব্যথার ভারে আমার কানে,
দুঃখ বেঁধে রাখ__

ও সে দিনের মতো নয়,
ও সে রাতের মতোও নয়…
ও সে মনের মতো একটা মানুষ
গল্প হয়ে রয়, ও সে গল্প হয়ে রয়,
ও সে গল্প হয়ে রয়,
ও সে কল্পনাতে আসবে কবে
অপেক্ষা কি সয়???

রা রা রা রা রা রা রা রা
রা রা রে রে রারে রে রে
হাওয়া… মিশে… যায়…।

গান / কবিতা / রক / ব্যান্ড কিংবা একাকীত্ব
কথা ও সুর: অনিরুদ্ধ রনি

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments