কবিতাতোমার জন্য
কবিসুজন দাস
উৎসর্গঐশী
লিখার স্থানরংপুর, বাংলাদেশ
লিখার সময়২ নভেম্বর, ২০২১
4.5/5 - (2 votes)

তোমার জন্য হবো শরতের কাশফুল
নয়তো হবো শিশির ভেজা ঘাস ফুল

তোমার জন্য হবো জংলি ফুলের মালা
নয়তো হবো এ যুগের কাচ্চি বিরিয়ানি ওয়ালা

তোমার জন্য হবো টুরিস্ট গাইড
নয়তো হবো ৫০ তম বিসিএস গাইড

তোমার জন্য হবো বেলকুনির সেই দোলনা
নয়ত হবো কাজে না যাওয়ার মিষ্টি মধুর ছলনা

তোমার জন্য হবো নির্ঘুম রাত্রির বুকে এক টুকরো চাঁদ
নয়তো হবো টেলিভিশনের হরোর স্টোরির ফাঁদ

তোমার জন্য হবো বিদেশগামী পাত্র
নয়তো তোমার গানের শান্তশিষ্ট শ্রোতা কিংবা ছাত্র

তোমার জন্য হবো এ-যুগের আইফোন
নয়তো হবো ২৪/৭ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ

তোমার জন্য হবো রেশমি চুড়ি
নয়তো হবো তোমার পছন্দের এক রঙের শাড়ি

তোমার জন্য হবো ইনকিলাব
নয়তো বা তোমার পছন্দের কাঁটাবিহীন গোলাপ

তোমার জন্য হবো নির্ভেজাল বায়ু
তোমার জন্য বাড়াবো এই পৃথিবীর আয়ু ।।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments