কবিতাতোমারই অপেক্ষায়
কবিসুজন দাস
লিখার স্থানরংপুর, বাংলাদেশ
লিখার সময়১৩ জুলাই, ২০২০
4/5 - (1 vote)

হয়ত তোমারই অপেক্ষায়—
নতুন ভোরের স্বপ্ন দেখিনি নতুন ভাবে বাঁচবো বিধায়
হাঁটা হয়নি খালি পায়ে শিশিরভেজা ঘাসে ।

হয়ত তোমারই অপেক্ষায়—
চিঠির ভাঁজে গোলাপ ফুল দেওয়া হয়নি কাউকে
ভিজা হয়নি ইচ্ছেমত শ্রাবনের রিমঝিম বৃষ্টিতে ।

হয়ত তোমারই অপেক্ষায়—
শেষ বিকালের আলোয় রঙ্গিন আকাশটা আজও দেখা হয়নি
হয়নি হাঁটা হাতে হাত রেখে কোন উদ্যানে কিংবা ফুটপাতে ।

হয়ত তোমারই অপেক্ষায়—
ইচ্ছে হয়নি শেখা দুই চাকার যান্ত্রিক যান
ঘুরে ফিরিনি রিকশার হুট তুলে শহর কিংবা গ্রাম ।

হয়ত তোমারই অপেক্ষায়—
দেখা হয়নি জোৎস্না রাতে তারার অপূর্ব সুন্দরতাকে
ফিসফিসয়ে রাত বিরাতে কথা হয়নি কারও সাথে ।

হয়ত তোমারই অপেক্ষায়—
রাত জেগে কবিতা লেখার নিছক চেষ্টায় মগ্ন আমি
যদি বুঝতে পারো তুমি কতটা ভালবাসি আমি ।।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments