কবিতানিস্তব্ধ অপেক্ষা
কবিসুজন দাস
লিখার স্থানরংপুর, বাংলাদেশ
লিখার সময়১৫ জুলাই, ২০২১
5/5 - (1 vote)

নিস্তব্ধ অপেক্ষা

তোমার লাইগা গোলাপ কিনছিলাম
দেওয়া হয় নাই তোমারে,
ভয়ে কিংবা সংকোচে ;

গোলাপ-টা শুকাইয়া গেছে, ঝইড়াও গেছে !
যত্ন কইরা রাইখা দিছি এখনো
ঠিক যেমন কইরা রাখছি তোমারে ।

তোমার লাইগা লিখতাছি রাত যাইগা
হয়তো তুমি জানবাও না, পড়বাও না ;
লেখাটা বন্দি থাকবো পুরানো নিউজফিডে কিংবা
ধূলোমাখা কোন কাগজের পাতায় !

ইচ্ছে ছিলো তোমার লগে রাইত জাইগা জোছনা দেখমু
তোমার কোলে মাথা রাইখা কবিতা শুনমু ;
জোছনা আহে আবার চইল্লাও যায় তার আপন গতিতে
গতিহীন আমি আর আমার কবিতা আজও পইরা থাকি চার দেয়ালের এই নিঃসঙ্গ রাইতে!

অপেক্ষায় —
গোলাপ-ভয়-সংকোচ,নিউজফিড-কাগজ, জোছনা-রাইত,কবিতা এবং আমি।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments