কবিতামুখোশের মাস্তুল
কবিশাফি সমুদ্র
বিষয়অন্যান্য, প্রকৃতি, প্রেম, বাংলাদেশ, বিরহ, রূপক, সমসাময়িক
Review This Poem

অভিঘাতের কোনো শোক নেই না-ভালোবাসায় না-ঘৃণায়
মর্মরিত গহনে নষ্ট নিমগ্ন চোখ—অঝরে আষাঢ়ের অভিমান
পৃথিবীর পিপাসায় কেউ জিতেনি কখনো সিঁদুরের সাহচর্যে
নিভৃত টানাপোড়েনে তুমি এক বাজিকর—মরনের মেঘদূত

আরেকটু মেঘ মথিত আকাশ—অরণ্যের শান্ত অবকাশ
উষ্ণতায় থাকুক দ্বিধার গ্লানি—নিরুদ্দেশ হবো অবেলায়
পলাতক পাখিদের শিহরিত চোখে আমার যাযাবর ঠিকানা
খুঁজোনা আর বিরহের সোনাঝুরি—ধুলোয় ঝরা ভুলের চুম্বন

বহু ব্যবধানে মুখোশের এতো গুঞ্জন অপূর্ণ বনভূমির উল্লাস
মাস্তুলে ঘুমিয়েছে সন্ন্যাসী চাঁদ—মানুষের হৃদয় পুড়েছে ঢের
উদগ্র স্বপ্নের পরিযায়ী প্রাণে লেগেছে ঘোর—অতন্ত্র আঁধারে
বিক্ষত প্রতিকুলে আবার জেগেছে বালুচর নিরীহ নদির বুকে

অতোটা ঘৃণায় দুঃখের উজানে কী কথা কও শোকের নির্জন
মুগ্ধ রমণীর চোখে ছলাকলায় কী কথা কও দহনের দরোজা
অনাবৃষ্টির আঙুলে তামাটে সকাল—দুহাতে রাঙানো রক্তরাগ
নিঃসঙ্গ রোদে হৃদয়ের লুকোচুরি ভেসে যায় নিশিগন্ধার জলে

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments